বছরের পর বছর নতুন থাকবে লেদারের পোশাক, শুধু মেনে চলুন এই ৮ টোটকা
- FB
- TW
- Linkdin
এই পোশাক ধোওয়ার আগে পোশাকের ট্য়াগে দেখে নিন তা মেশিনে কাঁচার জন্য উপযুক্ত কি না। মেশিনে কাঁচার বদলে হাত দিয়ে কাঁচলে এই পোশাক সবচেয়ে বেশি ভালো থাকে।
লেদার জ্যাকেট বা পোশাক হালকা গরম জলে ধুলে বেশি ভালো থাকে। আর কাঁচার জন্য় সাবানের বদলে যদি লিক্যুয়িড ব্যবহার করেন তবে আরও ভালো।
কিছুক্ষণ লিক্যুয়িডে ভিজিয়ে রেখে তবেই কাঁচা ভালো। লেদারের পোশাকে ভুলেও ব্রাশ ব্যবহার করবেন না স্পঞ্জ দিয়ে ঘষুন।
লেদারের জ্যাকেটে যদি কোনও চেইন বা মেটালের বোতাম থেকে থাকলে কাঁচার পর শুকনো কাপড় দিয়ে মুছে নিন। নাহলে মরচে পড়ে যেতে পারে।
পোশাক কাঁচার পর তা শুকোনোর জন্য হ্যাঙ্গারে ঝুলিয়ে নিন। চিপে জল ঝড়াবেন না।
ঘরের সাধারণ তাপমাত্রায় বা বাইরে শুকোলেও হালকা রোদ থাকে এমন জায়গায় শুকোতে দিন। খুব চড়া রোদে লেদারের পোশাক শুকোবেন না।
এই পোশাক খুব ভালো করে শুকিয়ে গেলে লেদার কন্ডিশনার দিয়ে মুছে তারপর ঝুলিয়ে রাখুন।
এই পদ্ধতিতে লেদারের পোশাকের যত্ন নিলে বছরের পর বছর তা নতুনের মত থাকবে।