- Home
- Lifestyle
- Lifestyle Tips
- বছরের পর বছর নতুন থাকবে লেদারের পোশাক, শুধু মেনে চলুন এই ৮ টোটকা
বছরের পর বছর নতুন থাকবে লেদারের পোশাক, শুধু মেনে চলুন এই ৮ টোটকা
বর্তমানে ফ্যাশনে ইন রয়েছে লেদারের পোশাক থেকে শুরু করে সমস্ত এ্যাকসেসরিজও। এই সমস্ত জিনিসগুলির একটু যত্ন নিলেই বছরের পর বছর নতুন রাখা সম্ভব। এই পোশাক দেখতে যেমন সুন্দর তেমন চলেও অনেকদিন। তবে প্রতি বছর শীতের সময় লেদারের পোশাক বের করলেও চোখে পড়ে তার বেহাল দশা। যদি সঠিক যত্নে করে রাখা যায়, তবে অনেকদিন নতুনের মত রাখা যায় এই পোশাক। এর জন্য বিশেষ কিছুর প্রয়োজন নেই নিজের হাতেই যত্ন নিন শীতের ফ্যাশনেবল পোশাকটির।
| Nov 29 2020, 03:55 PM IST
- FB
- TW
- Linkdin
)
এই পোশাক ধোওয়ার আগে পোশাকের ট্য়াগে দেখে নিন তা মেশিনে কাঁচার জন্য উপযুক্ত কি না। মেশিনে কাঁচার বদলে হাত দিয়ে কাঁচলে এই পোশাক সবচেয়ে বেশি ভালো থাকে।
Subscribe to get breaking news alerts
লেদার জ্যাকেট বা পোশাক হালকা গরম জলে ধুলে বেশি ভালো থাকে। আর কাঁচার জন্য় সাবানের বদলে যদি লিক্যুয়িড ব্যবহার করেন তবে আরও ভালো।
কিছুক্ষণ লিক্যুয়িডে ভিজিয়ে রেখে তবেই কাঁচা ভালো। লেদারের পোশাকে ভুলেও ব্রাশ ব্যবহার করবেন না স্পঞ্জ দিয়ে ঘষুন।
লেদারের জ্যাকেটে যদি কোনও চেইন বা মেটালের বোতাম থেকে থাকলে কাঁচার পর শুকনো কাপড় দিয়ে মুছে নিন। নাহলে মরচে পড়ে যেতে পারে।
পোশাক কাঁচার পর তা শুকোনোর জন্য হ্যাঙ্গারে ঝুলিয়ে নিন। চিপে জল ঝড়াবেন না।
ঘরের সাধারণ তাপমাত্রায় বা বাইরে শুকোলেও হালকা রোদ থাকে এমন জায়গায় শুকোতে দিন। খুব চড়া রোদে লেদারের পোশাক শুকোবেন না।
এই পোশাক খুব ভালো করে শুকিয়ে গেলে লেদার কন্ডিশনার দিয়ে মুছে তারপর ঝুলিয়ে রাখুন।
এই পদ্ধতিতে লেদারের পোশাকের যত্ন নিলে বছরের পর বছর তা নতুনের মত থাকবে।