বছরের পর বছর নতুন থাকবে লেদারের পোশাক, শুধু মেনে চলুন এই ৮ টোটকা
First Published Nov 29, 2020, 3:55 PM IST
বর্তমানে ফ্যাশনে ইন রয়েছে লেদারের পোশাক থেকে শুরু করে সমস্ত এ্যাকসেসরিজও। এই সমস্ত জিনিসগুলির একটু যত্ন নিলেই বছরের পর বছর নতুন রাখা সম্ভব। এই পোশাক দেখতে যেমন সুন্দর তেমন চলেও অনেকদিন। তবে প্রতি বছর শীতের সময় লেদারের পোশাক বের করলেও চোখে পড়ে তার বেহাল দশা। যদি সঠিক যত্নে করে রাখা যায়, তবে অনেকদিন নতুনের মত রাখা যায় এই পোশাক। এর জন্য বিশেষ কিছুর প্রয়োজন নেই নিজের হাতেই যত্ন নিন শীতের ফ্যাশনেবল পোশাকটির।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন