- Home
- Lifestyle
- Lifestyle Tips
- ব্রন ও ত্বকের জেদি কালো দাগের সমস্যায় নাজেহাল, মেনে চলুন অব্যর্থ এই ঘরোয়া টোটকা
ব্রন ও ত্বকের জেদি কালো দাগের সমস্যায় নাজেহাল, মেনে চলুন অব্যর্থ এই ঘরোয়া টোটকা
- FB
- TW
- Linkdin
ব্রণর জেদি দাগ দূর করতে-
পাকা কলার পেস্ট ত্বকের জেদি দাগ দূর করতে খুব কার্যকর। সে ক্ষেত্রে পাকা কলা চটকে পেস্ট বানিয়ে মুখে লাগাতে পারেন।
চন্দনের গুঁড়ো ও গোলাপ জল একসঙ্গে মিশিয়ে পেস্ট বানিয়ে লাগিয়ে নিন, শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন, খুব দ্রুত উপকার পাবেন।
ত্বকে মধুর ব্যবহারে কোনও পার্শ্ব প্রতিক্রিয়া না থাকলে, প্রতিদিন দাগের উপরে মধু লাগাতে পারেন। এতে দাগ ধীরে ধীরে হালকা হবে আসবে।
ব্রণর জেদি দাগ দূর করতে দারুন কাজ দেয় টমেটো। টমোটোর রস মুখে লাগিয়ে ১০-১৫ মিনিট পরে ধুয়ে ফেলুন, এতেও উপকার পাবেন।
রসুন ও লবঙ্গের মিশ্রণ করে প্রতিদিন রাতে ঘুমানোর আগে লাগিয়ে নিন, সকালে উঠে মুখ ধুয়ে ফেলুন। এতে ব্রণর জেদি দাগ থেকে সহজেই মুক্তি পাবেন।
ত্বকের কালো জেদি দাগ দূর করতে ব্যবহার করুন এই পদ্ধতিগুলি-
পাঁকা পেঁপে, মধু ও লেবুর রস মিশিয়ে একটি প্যাক বানিয়ে তা ব্যবহার করুন, এটি ত্বকের দাগ কমাতে দারুন ভাবে কাজ দেয়।
চিনি ও পাতি লেবুর রস নিয়মিত স্নানের আগে ব্যবহার করতে পারেন। লেবুতে থাকা অ্যাসিড ত্বকের কালো ছোপ দূর করতে সাহায্য করে।
কমলা লেবুর খোসা শুকিয়ে তা গুঁড়ো করে রাখুন, সারা বছর সেটি ব্যবহার করতে পারবেন। দুধের সঙ্গে কমলা লেবুর খোসার গুঁড়ো মিশিয়ে ত্বকে লাগিয়ে নিন। শুকিয়ে গেলে মুখ ধুয়ে ফেলুন। এই উপায়ে দ্রুত ফল পাবেন।
ত্বকে কালো দাগের সমস্যা বেশি হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই কোনও প্রোডাক্ট ব্যবহার করুন। তবে অ্যালোভেরা জেল ও আলুর পেষ্ট নিয়মিত মুখে লাগাতে পারেন।
গুঁড়ো দুধ ও গ্লিসারিন একসঙ্গে মিশিয়ে মুখে লাগিয়ে নিন। ১৫-২০ব মিনিট পর ঠান্ডা জলে মুখ ধুয়ে ফেলুন। তফাৎটা নিজেই বুঝতে পারবেন।