সোনার দামে ফের আগুন, ৪৫ হাজারের গন্ডি ছাড়াল প্রথমবার
| Published : Mar 06 2020, 04:45 PM IST
সোনার দামে ফের আগুন, ৪৫ হাজারের গন্ডি ছাড়াল প্রথমবার
Share this Photo Gallery
- FB
- TW
- Linkdin
110
ফের নয়া রেকর্ড গড়ল সোনার দাম। দাম বাড়া কমার মধ্যে এই প্রথমবার ৪৫ হাজারের গন্ডি ছাড়াল সোনা।
210
সোনা কিনতে গিয়ে হিমশিম অবস্থা হচ্ছে মধ্যবিত্তের।
310
ইতিমধ্যেই গয়নার চাহিদা কমেছে। বিয়ের মরশুমে ক্রেতাদের গয়না দ্রুত সরবরাহ করার জন্য সাধারণত সমস্ত ব্যবসায়ীরা আগে থেকেই গয়না বানিয়ে রাখেন। কিন্তু যেভাবে সোনার দাম উর্ধ্বমুখী হচ্ছে তাতে সোনার গয়নার চাহিদা বাড়বে না কমবে তার আঁচ করতে পারছে না অনেকে।
410
সোনার দাম বাড়ার কারণেই তা মধ্যবিত্তের আয়ত্তের বাইরে চলে যাচ্ছে। দাম শুনে মাথায় হাত পড়েছে সাধারণ মানুষের।
510
২২ ক্যারেট ও ২৪ ক্যারেট সোনার দাম একই ভাবে বেড়েছে।
610
২২ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৪৩,৬৫০ টাকা। যা গতকালের তুলনায় বেড়েছে।
710
অন্যদিকে ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৪৫, ০৫০ টাকা। এক সপ্তাহের মধ্যে প্রায় অল্প অল্প করে সোনার দাম বেড়েই চলেছে।
810
তবে শুধু কলকাতা নয়, সারা বিশ্ব জুড়েই ব্যাপক হারে দাম বেড়েছে সোনার।
910
জিএসটি বাড়ার কারণেই সোনার দাম আকাশছোঁয়া হয়েছিল। কিন্তু বর্তমানে যেভাবে সোনার দাম বাড়ছে তাতে আগামী দিনে সোনা কেনা নিয়ে একটা দুশ্চিন্তা তৈরি হচ্ছে।
1010
সাধারণ মানুষের সঙ্গে সোনার ব্যবসায়ীরাও এই নিয়ে যথেষ্ঠ সমস্যায় রয়েছেন।