মদ্যপানে কি সারবে করোনা ভাইরাস, জেনে নিন 'হু'-এর মতামত
| Published : Mar 07 2020, 02:36 PM IST / Updated: Mar 07 2020, 02:43 PM IST
মদ্যপানে কি সারবে করোনা ভাইরাস, জেনে নিন 'হু'-এর মতামত
Share this Photo Gallery
- FB
- TW
- Linkdin
110
ইতিমধ্যেই করোনা আতঙ্কে জেরবার বিশ্ববাসী । কেউ বলছে চিকেন খেলে করোনা হবে, কেউ বলছে গোমূত্র পান করলে অসুখ সারবে।
210
আবার কেউ বলছে মদ্যপান করলে সেরে যাবে করোনা ভাইরাস।
310
মদ্যপানে সারতে পারে করোনা ভাইরাস। এই নিয়ে বার্তা দিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
410
সুরা রসিকদের পছন্দ হলেও তা যে সঠিক নয়, তা স্পষ্ট জানিয়ে দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
510
মদ্যপানের সঙ্গে করোনাভাইরাসের কোনও সম্পর্ক নেই।
610
এই ভাইরাস একবার শরীরে প্রবেশ করলে তারপর মদ খেলে কিছু হেরফের হবে না।
710
বরং শরীরের ভিতর অ্যালকোলন ঢুকলে ঘটতে পারে অন্য বিপত্তি।
810
হাত পরিষ্কার করার জন্য অ্যালকোহল বা ক্লোরিন ব্যবহার করা যেতে পারে।
910
তবেই যাই ব্যবহার করবেন না কেন তার সঠিক পদ্ধতি জেনে তবেই ব্যবহার করুন।
1010
৬০ শতাংশ-এর বেশি অ্যালকোহল রয়েছে এমন স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করুন। এতে হাতের জীবাণু মরে যাবে। যতটা পারবেন মুখে হাত দেবেন না।