- Home
- Lifestyle
- Lifestyle Tips
- আজ থেকেই কমছে রান্নার গ্যাসের দাম, লকডাউনেই মধ্যবিত্তের হেঁসেলে ফিরল স্বস্তি
আজ থেকেই কমছে রান্নার গ্যাসের দাম, লকডাউনেই মধ্যবিত্তের হেঁসেলে ফিরল স্বস্তি
মধ্যবিত্তের হেঁসেলে এবার স্বস্তির হাসি। দাম কমল ভর্তুকিহীন রান্নার গ্যাস সিলিন্ডারের। এর আগে ১ মার্চ কমানো হয়েছিল রান্নার গ্যাসের দাম। নতুন মাস শুরু হতে না হতেই আবারও কমল রান্নার গ্যাসের দাম। অর্থনৈতিক মন্দার মধ্যে হেঁসেল রান্নার গ্যাসের দাম ফলে কপালে ভাঁজ পড়েছিল সাধারণের মানুষের। সেই চাপ খানিকটা কমিয়ে আজ আবার দাম কমল রান্নার গ্যাসের।
19

কলকাতায় ভর্তুকিহীন ১৪.২ কেজির রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কমলো ৬৫ টাকা।
29
১৪.২ কেজির ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম কমে হয়েছে ৭৭৪ টাকা ৫০ পয়সা।
39
১৯ কেজির কমার্শিয়াল গ্যাস সিলিন্ডারের দাম কমেছে ১০১.৫০ টাকা।
49
১৯ কেজির কমার্শিয়াল গ্যাস সিলিন্ডারের দাম কমে হয়েছে ১৩৪৮ টাকা ৫০ পয়সা।
59
দিল্লিতে ১৪.২ কেজির সিলিন্ডারের দাম কমে হয়েছে ৭৪০ টাকা।
69
মুম্বইতে ১৪.২ কেজির সিলিন্ডারের দাম কমে হয়েছে ৭১৪ টাকা।
79
চেন্নাইতে ১৪.২ কেজির সিলিন্ডারের দাম কমে হয়েছে ৭৬১ টাকা।
89
এর আগে ১ মার্চ সিলিন্ডার প্রতি ৫৬ টাকা দাম কমানো হয়েছিল।
99
প্রধাণমন্ত্রী উজ্জ্বলা যোজনার অন্তর্গত প্রতিটি পরিবার লকডাউনের জেরে ৩টি করে রান্নার গ্যাস বিনামূল্যে পাবেন।
Latest Videos