ক্রিসমাস থেকে নিউ ইয়ার্স পার্টি, বলি ডিভাদের হেয়ারস্টাইলে নজর কাড়ুন 'Fashion Goals'-এ
First Published Dec 24, 2020, 11:29 AM IST
কাউন্টডাউন শুরু। একবছরের অপেক্ষার পরই আগামীকালই বড়দিনের উৎসবে মাতোয়ারা খুদে-বড় সকলেই। এবং তার সঙ্গেই নতুন বছরের প্রস্তুতি। বড়দিন হোক কিংবা নিউ ইয়ার্স, পার্টিতে যাওয়ার জন্য চাই হটকে লুক। পোশাকের সঙ্গেই মানানসই পার্টি মুড হেয়ারস্টাইলে মধ্যমণি হয়ে যেতে পারেন আপনিও। চোখ ধাঁধানো মেক আপ থেকে হেয়ারস্টাইলে ফ্যাশন গোলস দিতে নজর কাড়ুন বলি ডিভাদের স্টাইলিশ হেয়ারস্টাইলে।

ক্রিসমাস হোক কিংবা নিউ ইয়ার্স পার্টি, চোখ ধাঁধানো মেক আপ থেকে হেয়ারস্টাইল সবেতেই চাই নতুনত্বের ছোঁয়া। ফ্যাশন গোলস দিতে নজর কাড়ুন অনুষ্কার ওয়েভ হেয়ারস্টাইলে।

করোনা পরিস্থিতিতে উৎসবের রং ফিকে হলেও পার্টি কমবেশি ফিক্সড হয়ে গেছে সকলের। পার্টির মধ্যমণি হতে গেলে অফ শোল্ডারের সঙ্গে পনি টেইল করে নিলেই প্রিয়ঙ্কার মতো লুক পেয়ে যাবেন অনায়াসে।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন