নিউ ইয়ার পার্টির আগেই দূর করুন ডার্ক সার্কেলের সমস্যা, নিমেষে দূর হবে চোখের নীচের দাগ
First Published Dec 23, 2020, 4:35 PM IST
কর্মব্যস্ত জীবনে নিজের প্রতি যত্ন নিতে বেশি সময় হাতে থাকে না। তাই চোখের তলায় এমন কালো দাগ হতে শুরু করলেই সময় নষ্ট না করে জরুরি ব্যবস্থা নিন। ডার্ক সার্কেল হল আমাদের চোখের পাশে থাকা ছোট ছোট কোষ যেগুলি অক্সিজেন সরবারহ করে। যখন এই কোষগুলো ফেটে যায় তখন ধীরে ধীরে চোখের নীচে এই দাগের সৃষ্টি হয়। শরীরে আয়রনের ঘাটতি, অতিরিক্ত ট্রেস, চশমার ফ্রেমের চাপে, ক্লান্তি, সান ড্য়ামেজ, কম ঘুম, কাজের চাপ-এর কারণে এই সমস্য়া দেখা দিতে পারে। তাই কোনও রকমের ক্যমিকাল ছাড়াই এই সমস্যায় এড়াতে কাজে লাগান ঘরোয়া উপাদানকে। জেনে নিন কীভাবে ঘরোয়া পদ্ধতিতে দূর করবেন চোখের তলার কালো দাগ।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন