- Home
- Lifestyle
- Lifestyle Tips
- নিউ ইয়ার পার্টির আগেই দূর করুন ডার্ক সার্কেলের সমস্যা, নিমেষে দূর হবে চোখের নীচের দাগ
নিউ ইয়ার পার্টির আগেই দূর করুন ডার্ক সার্কেলের সমস্যা, নিমেষে দূর হবে চোখের নীচের দাগ
- FB
- TW
- Linkdin
ফ্রিজে দুটি চামচ রেখে ঠান্ডা হতে দিন। এরপর শুয়ে থাকা অবস্থায় চামচ দুটি চোখের উপর রাখুন।
যতক্ষন না চামচ দুটি সাধারণ তাপমাত্রায় আসছে, ততক্ষণ চোখের উপর রেখে দিন চামচ দুটি। অভিনব এই টোটকায় নিমেষে দূর হবে চোখের নীচের কালি।
খোসা সহ আলু বেটে চোখের নীচে লাগান। ৩ থেকে ৪ দিন এই প্যাক ব্যবহার করলেই চোখের কালো দাগ দূর হয়ে যাবে।
একই ভাবে শশা কুঁচিয়ে তার মধ্য টকদই দিয়ে মিশিয়ে লাগান কালো দাগের উপর। শুকিয়ে গেলে ধুয়ে নিয়ে আমন্ড তেল লাগিয়ে নিন।
সপ্তাহে ৩ থেকে ৪ দিন এই প্যাক ব্যবহার করুন। তফাৎটা নিজেই বুঝতে পারবেন।
চোখের নীচের কালো দাগ দূর করতে সাহায্য করে টমেটো। এই মরশুমে বাজারে অতি সহজেই মিলবে এই সবজি।
১ চামচ টমেটোর রসের সঙ্গে সামান্য লেবুর রস ও পুদিনা পাতার রস মিশিয়ে বানিয়ে নিন ১ গ্লাস পানীয়।
প্রতিদিন নিয়ম করে এই পানীয় পান করুন, চোখের নীচের কালি দূর হবে সহজেই।