আপনার জীবনে কি রয়েছে কোনও বিশেষ পুরুষ, তবে আজকের দিনটা তাঁর, কেন জানেন
- FB
- TW
- Linkdin
একটু খোলসা করে বলা যাক, আজ বিশ্ব পুরুষ দিবস। সারা বিশ্বজুড়ে আজকের দিনটি পুরুষদের জন্য ধার্য করা হয়েছে।
যেভাবে ছোট থেকে দেখে শুনে বড় করে শিক্ষার দায়িত্ব নেয়, সুরক্ষার দায়িত্ব নেয়, যে বন্ধুকে সহপাঠী স্কুল-কলেজের আশেপাশে বা ক্লাসরুমে পাশে থাকে আজকের দিনটা তাদের ধন্যবাদ জানান।
যে প্রেমিক জীবনে নতুন রঙ নিয়ে আসে, যে স্বামী হাসিমুখে সংসারের দায়িত্ব তুলে নেয় আজকের দিন টা তাকে ধন্যবাদ জানান।
যে দাদা শক্ত হাতে জীবনের লক্ষ্য স্থির করে, যে শিক্ষক পঠন-পাঠনের দায়িত্ব নেয়, পাড়ার যে দাদা সব সমস্যায় পাশে এসে দাঁড়ায়, আজ তাদের ধন্যবাদ জানান।
গাড়ির ড্রাইভার থেকে শুরু করে খাবার ডেলিভারি বয়, পোস্টম্যান থেকে শুরু করে নিউজ পেপার বিক্রেতা, জীবনে চলার পথে এই মানুষগুলোর অবদান অনু স্বীকার্য।
বিশ্ব পুরুষ দিবস মুখে মুখে প্রচলিত কোনদিন নয়, তাই হয়তো অনেকেই এই দিনটি কথা জানেন না। তাই ছুটির পর বা দিনের শেষে কিছুটা সময় আজ এই মানুষগুলোকে দিন।
তাদের জানেন তাদের এই পরিশ্রমের দাম দেওয়ার জন্য এবং কৃতজ্ঞতা আলাদা করে জানানোর জন্য ক্যালেন্ডারে রয়েছে একটি নির্দিষ্ট দিন।
যারা পাশে না থাকলে শত শত মানুষের পথ চলাতেই কঠিন হয়ে উঠতো, তাদের আলাদা করে ধন্যবাদ জানানোর কোন মানেই হয়না।
কিন্তু পুরুষ মানেই কি কর্তব্য দায়দায়িত্ব, সংসারের ভার, এমনটা কখনই নয়। কিন্তু সমাজের ছবিটা বেশ খানিকটা এমনই।
তাদের শক্ত হাত আমাদের পাশে থাকায় শৈশব থেকে বার্ধক্যে তাদের বাবার ভূমিকা থেকে ছেলের ভূমিকায় পাশে পেয়ে পথ চলাটা কতটা সুন্দর হয়ে উঠতে পারে একবার তাদের বলেই দেখুন না।
প্রতিদিন করতে হবে বলে তাঁরা যে কাজগুলো হাসিমুখে করে চলেছেন সেই পরিশ্রমকে কুর্নিশ জানাতে আজকের দিনটা অবশ্যই বিশেষ।