শীতে ত্বক কুঁচকে বুড়িয়ে যাচ্ছেন, বলিরেখা এড়াতে ম্যাজিকের কাজ করে এই সস্তার জিনিস
First Published Nov 24, 2020, 5:34 PM IST
শীত পড়ার সঙ্গে সঙ্গে কপালে ভাঁজ পড়ছে, চোখের চারপাশ গুলোও যেন আগের থেকে কুঁচকে গেছে। শীত পড়তে না পড়তেই এই সমস্যায় নাজেহাল অনেকেই। এছাড়াও বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বলিরেখা একটা বিরাট সমস্যা। আর এই বলিরেখা পড়ার সঙ্গে সঙ্গে বয়সটা যেন একলাফে দ্বিগুণ বেড়ে যায়। তবে বলিরেখা নয়, ট্যানিং, পিগমেন্টেশন, ইনফেকশন সমস্ত রকম সমস্যা থেকে মুক্তি দিতে পারে এই সস্তার জিনিস।

শীতকালে ত্বক শুষ্ক হয়ে যায়, যার ফলে বলিরেখা বেশি চোখে পড়ে। তবে এবার আর দুশ্চিন্তার কোনও কারণ নেই। ঠিকঠাক ট্রিটমেন্ট করলেই সেই সমস্যা নিমেষে সমাধান হতে পারে।

দীর্ঘদিন ধরেই ত্বকের পরিচর্যায় মুলতানি মাটির ব্যবহার করা হচ্ছে। যা হাজারো সমস্যায় ম্যাজিকের মতোন কাজ করে।বলিরেখা নয়, ট্যানিং, পিগমেন্টেশন, ইনফেকশন সমস্ত রকম সমস্যা থেকে মুক্তি দিতে পারে এই সস্তার জিনিস।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন