- Home
- Lifestyle
- Lifestyle Tips
- চুলের একাধিক সমস্যা থেকে মুক্তি পাবেন গাজরের গুণে, রইল ১০টি গাজরের প্যাকের হদিশ
চুলের একাধিক সমস্যা থেকে মুক্তি পাবেন গাজরের গুণে, রইল ১০টি গাজরের প্যাকের হদিশ
- FB
- TW
- Linkdin
গাজর দিয়ে বানাতে পারেন তেল। এই তেল বানাতে প্রয়োজন ১টি গাজর, জলপাই তেল। একটি গাজর ভালো করে গ্রেট করে নিন। এবার একটি জাড়ে নিন জলপাইয়ের তেল। এবার তার সঙ্গে মেশান গ্রেট করা গাজর। এবা জার বন্ধ করে দিন। সপ্তাহখানেক এবাবে রেখে দিন। সপ্তাহে তিন দিন এই তেল দিয়ে মাসাজ করুন।
গাজর ও দই দিয়ে প্যাক বানাতে পারেন। একটি গাজর গ্রেট করে নিন। তার সঙ্গে মেশান দই। ভালো করে মিশিয়ে প্যাক বানান। মিশ্রণটি স্ক্যাল্প থেকে চুলের ডগা পর্যন্ত লাগান। তারপর ২০ মিনিট রাখুন। শ্যাম্পু করে নিন। চুলের যত্নে ব্যবহার করতে পারেন দই ও গাজরের প্যাক। এটি চুলের জন্য বেশ উপকারী।
কলা ও গাজর দিয়ে প্যাক বানাতে পারেন। প্রথমে কলা নিয়ে চটকে নিন। অন্য দিকে, একটি গাজর গ্রেট করে নিন। এবার গাজর ও কলার ভালো করে মিশিয়ে নিন। মিশ্রণটি স্ক্যাল্প থেকে চুলের ডগা পর্যন্ত লাগান। তারপর ২০ মিনিট রাখুন। শ্যাম্পু করে নিন। চুলের যত্নে ব্যবহার করতে পারেন কলা ও গাজরের প্যাক। এটি চুলের জন্য বেশ উপকারী।
গাজর ও পেঁয়াজের রস দিয়ে প্যাক বানাতে পারেন। একটি গাজর গ্রেট করে নিন। তার রস বের করে নিন। অন্য দিকে, পেঁয়াজ কেটে গ্রেট করে নিন। রস বের করে নিন। পেঁয়াজের রস ও গাজরের রস ভালো করে মেশান। তুলোয় করে এই রস স্ক্যাল্পে লাগান। কিছুক্ষণ পর শ্যাম্পু করে নিন।
গাজর ও অলিভ অয়েল দিয়ে মাস্ক বানাতে পারেন। একটি গাজর গ্রেট করে নিন। এবার তার রস আলাদা করে নিন। এবার অলিভ অয়েলের সঙ্গে সেই রস মেশান। এই তেল দিয়ে ভালো করে স্ক্যাল্পে মাসাজ করে নিন। কিছুক্ষণ পর শ্যাম্পু করে নিন। চুলের যত্নে এই টোটকা বেশ উপকারী।
গাজর ও অ্যাভোকাডো দিয়ে প্যাক বানাতে। একটি অ্যাভোকাডো কেটে ভিতরের সবুজ অংশ বের করে নিন। এবার তার সঙ্গে গাজর নিয়ে মিক্সিতে গ্রেট করে নিন। মিশ্রণটি একটি পাত্রে ঢালুন। এবার স্ক্যাল্প থেকে চুলের ডগা পর্যন্ত লাগান এই প্যাক। কিছুক্ষণ রেখে শ্যাম্পু করে নিন। এই প্যাক চুলের জন্য বেশ উপকারী।
গাজর ও মধু দিয়ে প্যাক বানাতে পারেন। গাজর কেটে গ্রেট করে নিন। এবার সেই গ্রেট করা গাজরের সঙ্গে মেশান মধু। মিশ্রণটি স্ক্যাল্প থেকে চুলের ডগা পর্যন্ত দিন। কিছুক্ষণ পর শ্যাম্পু করে নিন। চুলের যত্নে এই প্যাক বেশ উপকারী। গাজর ও মধুর গুণে বেশ উপকারী এই প্যাক। সপ্তাহে ২ দিন পর্যন্ত ব্যবহার করতে পারেন এই প্যাক।
গাজর ও নারকেল তেল দিয়ে হেয়ার মাস্ক ব্যবহার করতে পারেন। একটি গাজর গ্রেট করে নিন। এবার তার রস আলাদা করে নিন। এবার নারকেল তেলের সঙ্গে সেই রস মেশান। এই তেল দিয়ে ভালো করে স্ক্যাল্পে মাসাজ করে নিন। কিছুক্ষণ পর শ্যাম্পু করে নিন। চুলের যত্নে এই টোটকা বেশ উপকারী।
গাজরের রস ও পাতিলেবুর রস দিয়ে বানাতে পারেন প্যাক। একটি গাজর গ্রেট করে নিন। তার রস বের করে নিন। তার সঙ্গে মেশা পাতিলেবুর। ভালো করে মিশিয়ে নিন। এবার তা তুলোয় করে স্ক্যাল্পে লাগান। ২০ মিনিট পর শ্যাম্পু করে নিন। এতে চুলে যেমন পুষ্টি জোগাবে তেমনই দূর হবে খুশকির সমস্যা।
চুলের নানান সমস্যা থেকে মুক্তি পেতে গাজর দিয়ে বানান প্যাক। এই কয় উপায় বানাতে পারেন গাজরের প্যাক। চুল পড়া, অকাল পক্কতা, চুলের ডগা চেরার মতো সকল সমস্যা দূর হবে এর গুণে। চুলের যত্নে গাজর বেশ উপকারী। সপ্তাহে ২ দিন পর্যন্ত ব্যবহার করতে পারেন এই প্যাক।