- Home
- Lifestyle
- Lifestyle Tips
- Toilet clean: বাথরুমের দুর্গন্ধ দূর করে দিতে পারে এই গাছের পাতা! মাত্র ১ টাকাতেই সুগন্ধ ছড়াবে শৌচালয়ে
Toilet clean: বাথরুমের দুর্গন্ধ দূর করে দিতে পারে এই গাছের পাতা! মাত্র ১ টাকাতেই সুগন্ধ ছড়াবে শৌচালয়ে
বাথরুমের দুর্গন্ধ দূর করে দিতে পারে এই গাছের পাতা! মাত্র ১ টাকাতেই সুগন্ধ ছড়াবে শৌচালয়ে

বাথরুমে দুর্গন্ধ হওয়া খুবই সাধারণ সমস্যা। যতই পরিষ্কার রাখা হোক না কেন, ড্রেনের গন্ধ, স্যাঁতসেঁতে ভাব আর জীবাণুর কারণে বাজে গন্ধ থেকেই যায়।
তবে কেমিক্যাল ব্যবহার না করে যদি প্রাকৃতিক উপায়ে সমাধান চান, তাহলে কাজে আসবে একটি সহজ পাতা — তেজপাতা।
তেজপাতার মধ্যে রয়েছে প্রাকৃতিক অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান, যা দুর্গন্ধ সৃষ্টিকারী জীবাণুকে নষ্ট করতে সাহায্য করে। একই সঙ্গে এর সুগন্ধ বাতাসকে সতেজ করে তোলে।
ব্যবহার পদ্ধতি: ২–৩টি শুকনো তেজপাতা নিন। একটি পাত্রে জল ফুটিয়ে তার মধ্যে পাতা দিন।
সেই গরম জল বাথরুমের ড্রেন ও কোণায় ঢেলে দিন। চাইলে কয়েকটি তেজপাতা বাথরুমের কোনায় রেখেও দিতে পারেন।
মাত্র কয়েক মিনিটেই গন্ধ কমে যাবে এবং বাথরুম থাকবে অনেকটা ফ্রেশ। নিয়মিত এই পদ্ধতি ব্যবহার করলে দুর্গন্ধ আর সহজে হবে না।
কেমিক্যালের বদলে প্রাকৃতিক উপায়ে বাথরুম পরিষ্কার রাখতে চাইলে এই টোটকা একবার অবশ্যই চেষ্টা করুন।
