অজয়ের ১০০ তম ছবি, মঙ্গলবার তানাজি-র ট্রেলার লঞ্চে হাজির অজয়-সইফ, দেখুন ছবি
মঙ্গলবারই প্রকাশ্যে এল তানাজি ছবির ট্রেলার। এটি অজয় দেবগণের কেরিয়ারে একশোতম ছবি। ফলে প্রথম থেকেই এই ছবি নিয়ে তাঁর উত্তেজনার পারদ ছিল তুঙ্গে। তানাজিতে মুখ্য ভূমিকাতে অভিনয় করতে দেখা যাবে সইফ আলি খান, অজয় দেবগণ ও কাজলকে। সেই ছবিরই ট্রেলার মুক্তিতে উপস্থিত তারকারা। দেখুন কিছু ছবি।
15

একশোতম ছবি নিয়ে প্রথম থেকেই নেট দুনিয়ায় ঝড় তুলেছেন অজয় দেবগণ। চলতি বছরের মাঝামাঝি প্রকাশ্যে এসেছিল ছবির খবর।
25
ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ছবিতে অভিনেতা-অভিনেত্রীদের লুক। সেখানেই তাতেই বাজিমাত করেছে তানাজি। সোশ্যাল মিডিয়ায় তা ছড়িয়ে পড়েছে রাতারাতি।
35
এবার মুক্তি পেল ছবির ট্রেলার। মঙ্গলবার জুহুতে প্রকাশ্যে এল ছবির ট্রেলার। সেখানেই নজরে এল সইফ আলা খান, অজয় দেবগণের সঙ্গে রোহিত শেট্টিরও।
45
ট্রেলার মুক্তির পরই সোশ্যাল মিডিয়া ভরে উঠল শুভেচ্ছা বার্তায়। বি-টাউনের সকল তারকারা ছবি সাধুবাদ জানালেন অজয় দেবগণকে। কয়েকমুহুর্তের মধ্যেই ছবির ট্রেলার ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়ায়।
55
এখন পুরো দমে চলছে ছবির কাজ। সম্প্রতি কাজলের লুক শেয়ার করে তাঁর প্রশংসাও করেন অজয়। বিগ বাজেটের এই ছবি এখন মুক্তির অপেক্ষায়।
Latest Videos