আহত 'ঝুমা বৌদি', জেনে নিন কেমন আছেন সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলা এই অভিনেত্রী
First Published Sep 1, 2019, 9:14 AM IST
দুপুর ঠাকুরপো-তে অভিনয় করেই তিনি নজর কেড়ে ছিলেন দর্শকদের। কে হতে চলেছেন নতুন সিজিনের বৌদি, তা নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু হয়েছিল জোড় জল্পনা। এরপরই প্রকাশ্যে উঠে এসেছিল মোনালিসার লুক। বাংলা সিরিয়ালে এই ছিল তাঁর প্রথম কাজ। কিন্তু বর্তমানে কেমন আছেন বৌদি! সম্প্রতিই এক জনপ্রিয় রিয়ালিটি শোতে স্টান্ট দেখাতে গিয়ে আহত হন মোনালিসা। সোশ্যাল মিডিয়ায় এক্টিভ এই বৌদি-কে চিনে নিন ছবিতে ছবিতে।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন