নকশিকাঁথা-র শবনম বাস্তবে কেমন, দেখুন মানালির কিছু অদেখা ছবি
First Published Sep 7, 2019, 7:21 PM IST
অভিনয়ের জগতে হাতেখড়ি হয়েছিল তাঁর বউ কথা কও ধারাবাহিকের মধ্যে দিয়েই। সেখান থেকেই পথ চলা শুরু। মানালির নামই হয়ে যায় মৌরি। কিন্তু সেই মৌরিই এখন ছোট পর্দা থেকে বড় পর্দা একাই কাঁপাচ্ছে। সাধারণ ঘরোয়া মেয়ে শবনম, বাস্তব জীবনে ঠিক কেমন, জেনে নিন ছবিতে ছবিতে।

প্রথম থেকেই অভিনয় জগতে পা রাখার ইচ্ছে ছিল মানালীর। ছোট থেকেই লক্ষ্য ছিল অভিনেত্রী হওয়ার। সুযোগ আসা মাত্রই ছক্কা হাকিয়ে ছিলেন তিনি। মৌরি-র পাঠ এক কথা সুপার হিট।

জীবন যাপনে কিছুই বদল ঘটেনি তাঁর। বেশি সাজ কখনই পছন্দ করেন না তিনি। সাধারণ লুকেই যেন শবনমের বাজিমাত। মৌরি নিখিলের প্রেমেই মজে ছিলেন দর্শক, তবে সেসব এখন অতীত।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন