শ্যুটিং ফ্লোরে তিনিই রানী! চিনে নিন পর্দার বাইরে দিতিপ্রিয়াকে
| Published : Aug 22 2019, 05:23 PM IST
শ্যুটিং ফ্লোরে তিনিই রানী! চিনে নিন পর্দার বাইরে দিতিপ্রিয়াকে
Share this Photo Gallery
- FB
- TW
- Linkdin
16
দিতিপ্রিয়া রায় তথ্যচিত্র দিয়েই অভিনয়ের জগতে হাতে খড়ি করেছিলেন। তারপর থেকেই একে একে সুযোগ আসতে থাকা।
26
রানী রাসমণির ছোটবেলার চরিত্রে অভিনয়ের সুযোগ এসেছিল তার কাছে। তারপর ছিল দশম শ্রেণির পরীক্ষা। কিন্তু সেখান থেকেই আর ফেরা হয়নি তার।
36
শ্যুটিং ফ্লোর থেকে কয়েকদিনের জন্য ছুটি নিয়ে দিয়েছিলেন পরীক্ষা। ৬০ শতাংশ নম্বরও ছিল তার ঝুলিতে। ততদিনে জি বাংলা অরিজিনালস-এও কাজ করেছিলেন তিনি।
46
দিতিপ্রিয়ার বাবা শংকর রায়ও একজন অভিনেতা ছিলেন। বাড়ির সকলেরই ইচ্ছে ছিল দিতিপ্রিয়া অভিনয় জগতে আসুক। দিতিপ্রিয়াও অভিনয় জগতে আসতে চেয়েছিলেন।
56
শ্যুটিং-এর ফাঁকে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া ও অবসরে পড়াশুনো। এভাবেই কাটে দিতিপ্রিয়ার সময়। মতবে সম্প্রতিই বন্ধুদের সঙ্গে দিতিপ্রিয়া ছুটি কাটিয়ে ফিরলেন।
66
এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় দিতিপ্রিয়ার ভক্তের সংখ্যা লক্ষ ছাড়িয়েছে। ফলে দর্শকদের মধ্যে তাকে ঘিরে উত্তেজনা দেখে দিতিপ্রিয়া অভিনয়ের প্রতি আরও বেশি উত্সাহ পেয়ে থাকে।