শিক্ষক কেন্দ্রিক ছবিতেই বাজিমাত, শিক্ষক দিবসে দেখুন বলিউডের সেরা আট
First Published Sep 5, 2019, 4:13 PM IST
৫ সেপ্টেম্বর, বিশ্বের সর্বস্তরে মহাসমারহে পালিত হচ্ছে শিক্ষক দিবস। তাঁদের অক্লান্ত পরিশ্রম ও আশির্বাদেই পোক্ত দেশের ভবিষ্যত। বিভিন্নসময় সেই গল্প উঠে এসেছে ছবির প্রেক্ষাপটেও। কখনও বায়োপিকের রূপে, কখনও শুধুই গল্পরূপে। কিন্তু প্রশিক্ষণের সেই সুক্ষ্ম অনুভুতির গল্পই যেন অধিক জায়গা করে নেয় দর্শকমনে। দেখে নেওয়া যাক শিক্ষক কেন্দ্রিক আটটি বলিউডের সেরা ছবি।

ব্ল্যাকঃ ২০০৫ সালে এই ছবি মুক্তি পেয়েছিল। হেলেন কিলারের গল্প অবলম্বনে তৈরি এই ছবি। যেখানে দেখা যায় একটি মূক ও বধির শিশুর মুখ দিয়ে কীভাবে কথা বলালেন তাঁর শিক্ষক। জীবনের পথে প্রতিটা পদে পাশে ছিলেন তাঁর শিক্ষক। শেষ সময় পাশে পেলেন ছাত্রীকে। মুখ্যভুমিকায় অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন ও রানী মুখোপাধ্যায়।

তারে জামিন পারঃ এই ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ২০০৭ সালে। ডিসলেক্সিয়ায় আক্রান্ত শিশুকে পড়ানোর ধরণ ঠিক কেমন হওয়া উচিত, ছবির মূলেই ছিল সেই বার্তা। মূখ্যভুমিকায় ছিলেন আমির খান।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন