- Home
- Lifestyle
- Fashion and Beauty
- Puja Fashion- কোন রঙে হেয়ার স্টাইল, কোন পোশাকের সঙ্গে কেমন লুক নিয়ে ঘুম উড়েছে টিপস মিলবে পার্ণোর প্রোফাইলে
Puja Fashion- কোন রঙে হেয়ার স্টাইল, কোন পোশাকের সঙ্গে কেমন লুক নিয়ে ঘুম উড়েছে টিপস মিলবে পার্ণোর প্রোফাইলে
- FB
- TW
- Linkdin
পুজোয় এবার স্ট্রেইট হেয়ারই ফ্যাশন। তবে তার সঙ্গে রঙের বিষয়ও বেশ অনেকেই যত্নশীল। তবে ব্রাউন লুক সব পোশাকের সঙ্গেই যায়।
অনেকের আবার পছন্দ মাল্টি কালার। পার্লার থেকে হোক বা অনেকেই বর্তমানে বিউটি সেলন হোম সার্ভিসেও করে নিচ্ছেন মনের মত রঙ।
লাল বা অন্য পছন্দসই যে কোনও রঙের হাইলাইটস। এটা করতে প্রায় ৬ ঘণ্টা মত লেগে যায়। তাই হাতে সময় নিয়েই যাই বেস্ট।
সাধারণ হেনা লুক। অনেকেই আছেন যাঁরা খুব একটা রঙ পছন্দ করেন না চুলে, তাঁদের জন্যে ব্রাউন চুলই বেস্ট। সব কিছু সঙ্গে এই লুক যায়।
কার্লিং হেয়ার যাদের, তাঁদের বিউটি আবার অন্য রকমের। বেশ খানিকটা বাউন্সি লুকে এরা নজর কাড়তে পারেন। তবে স্মুদনিং করালে বিষয়া আরও বেশি নজরে আসে।
সিম্পল সাইন আর সঙ্গে স্মুদনিং। গত দু বছর ধরেই স্মুদনিং-এর চল রয়েছে। তাই স্মুদনিংও করিয়ে নেওয়া যেতে পারে। এতে দেখতে অনেকটা সোবার লাগে।
অনেকে আছেন যারা হালকা রঙ পছন্দ করেন। তারা বাড়িতেই যে কোনও হেয়ার কালার কিনে নিয়ে করে ফেলতে পারেন। তাতেও বেশ লাগে।
আবার চুলে কালার না করে সাধারণ লুকেও নজর কাড়ে অনেকেই। তাঁদের ক্ষেত্রে চুলকে ঝলমলে রাখতে স্পা করিয়ে নেওয়া যেতে পারে।
সব মিলিয়ে পুজোর লুকে কোনও মতেই খামতি রাখলে চলবে না, তাই ফ্যাশন দুনিয়ায় তাক লাগাতে এবার চুলের প্রতিও দিন বিশেষ নজর।