পুজোয় চাই ড্রেসের সঙ্গে মানানসই মেকআপ, মনে রাখুন এই বিষয়গুলি
| Published : Sep 24 2019, 03:06 PM IST / Updated: Sep 24 2019, 03:07 PM IST
পুজোয় চাই ড্রেসের সঙ্গে মানানসই মেকআপ, মনে রাখুন এই বিষয়গুলি
Share this Photo Gallery
- FB
- TW
- Linkdin
17
দিনের বেলায় ত্বকের সঙ্গে মিলিয়ে মুখে,ঘাড়ে, গলায় ফাউন্ডেশন লাগিয়ে নিন। আর এরপর হালকা ফেস পাউডার লাগিয়ে নিন। চোখের উপরের পাতায় আই লাইনার লাগিয়ে নিন আর ইচ্ছে হলে আইশ্যাডো ব্যবহার করতে পারেন। পোশাকের সঙ্গে ম্যাচ করে লিপস্টিক বা লিপগ্লস হলেই সকালের সাজ কমপ্লিট।
27
পুজোর যদি সকালে বাইরে যান, তাহলে হালকা মেক-আপই ভালো। সে ক্ষেত্রে রোদে ঘেমে কষ্ট ও হবে না, আর মেক-আপ গলে গিয়ে ঘেটেও যাবে না। সেক্ষেত্রে হালকা বিবি বা সিসি ক্রীম এবং কম্প্যাক্ট ব্যবহার করে নিয়ে মেক-আপ সেরে ফেলুন। হালকা কাজল, লাইনার, পছন্দসই লিপস্টিক দিয়ে সেরে ফেলুন মেক-আপ।
37
ষষ্ঠীর দিন তো মূলত শুরু হয় প্যান্ডাল হপিং। তাই প্রথম দিন একটু হালকা মেকআপ করাই ভালো। হালকা রঙের যে কোনও পোশাকের সঙ্গে ফাউন্ডেশন, ফেস পাউডার, হালকা লিপস্টিক আর কাজলই যথেষ্ট।
47
রাতের জন্য ভারী মেকআপ রাখতেই পারেন। তবে ওয়েস্টার্ন এর সঙ্গে খুব ভারী মেকআপ করবেন না। ওয়ান পিসের সত্যে ম্যাট ফিনিশ লুক এখন ফ্যাশন ইন।
57
অষ্টমীতে এথনিক এর জন্য স্মোকি আইস লুক আর ডিফাইন্ডড লিপস্ খুব ভালো লাগবে। সেই সঙ্গে পোশাক অনুযায়ী মানানসই টিপ ও পড়তে পারেন।
67
রাতের সাজের জন্য ভালো করে ওয়াটার বেসড ফাউন্ডেশন ঘাড়ে, মুখে,গলায় লাগিয়ে নিন। চোখে গাঢ় রঙের আই শ্যাডো দিয়ে স্মোকি আইস করে নিন। আইলাইনার আর মাস্করার যথোপযোগ ব্যবহার করুন। আর ঠোঁট একে সুন্দর করে পছন্দমতো টেক্সচার অনুযায়ী লিপস্টিক লাগিয়ে নিন।
77
পুজোর চারটে দিনের জন্য তো সবাই এক বছর ধরে অপেক্ষা করে। তাই নিজেকে যত্নে রাখুন, যত্নে সাজুন আর সবার সঙ্গে মজা করুন আর অনেক ঠাকুর দেখুন।