যৌন সহবাস থেকে সাবধান, অবশেষে বীর্যেও মিলল করোনা ভাইরাস
করোনা আতঙ্ক এখন ছড়িয়ে পড়েছে সর্বত্র। মুহূর্তের মধ্যে একজনের থেকে আরেকজনের শরীরে ছড়িয়ে পড়ছে এই ভাইরাস। ইতিমধ্যেই করোনা আতঙ্কে জেরবার বিশ্ববাসী । করোনা আতঙ্কের মধ্যে যৌন সম্পর্ক নিয়ে চিন্তিত অনেকেই। স্পার্ম এর দ্বারা করোনা ভাইরাস ছড়ায় না, এমনটাই দাবি করেছিলেন বিশেষজ্ঞরা। কিন্তু সম্প্রতি করোনা আতঙ্ক এবার যৌন মিলনে। ইতিমধ্যেও চিনের বিশেষজ্ঞরা দাবি করেছেন করোনা পজিটিভ বেশ কয়েকজনের বীর্যে মিলেছে কোভিড-১৯।
- FB
- TW
- Linkdin
মানুষের সংস্পর্শেই সংক্রমিত হচ্ছে এই করোনা ভাইরাস । মানুষের নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গেই ছড়িয়ে যাচ্ছে এই রোগের জীবানু। যত দিন যাচ্ছে ততই যেন লাফিয়ে লাফিয়ে বাড়ছে ভাইরাসে আক্রান্ত এবং মৃতের সংখ্যা। সারা দেশে মহামারির আকার ধারণ করেছে এই করোনা ভাইরাস।
করোনা ঠেকাতে যৌন সঙ্গম বন্ধ রাখা উচিত না উচিত নয়, এই প্রশ্নও ছিল সকলের মুখে মুখে।
চিকিৎসকের মতে, স্পার্ম এর দ্বারা করোনা ভাইরাস ছড়ায় না। তাই চিন্তার কোনও কারণ নেই যত খুশি যৌন মিলনে মত্ত হতে পারেন। এমনটাই দাবি ছিল বিশেষজ্ঞদের। তবে তা এবার ভুল প্রমাণিত হল।
চিকিৎসকেরা জানিয়েছেন, চিনের করোনায় আক্রান্ত রোগীর বীর্যে মিলেছে করোনা ভাইরাস। তবে বীর্যের মধ্যে এই ভাইরাস কতক্ষণ থাকতে পারে তা জানা যায়নি।
তবে সঙ্গমের সময়ে তা অপরজনের শরীরে ছড়াবে কিনা সেটা এখনও প্রমাণ মেলেনি।
শরীরের বিভিন্ন অংশে করোনাভাইরাসের সংক্রমণ দেখা গেছে কিন্তু বীর্যের মধ্যে এই ভাইরাস কীভাবে এল সেই নিয়েই চিন্তিত বিশেষজ্ঞরা।
লালার থেকে সবথেকে বেশি ছড়াচ্ছে করোনা ভাইরাস। এছাড়া হাঁচি বা কাশিতেও এই ভাইরাস ছড়ায়। এই কারণেই চুম্বন থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকরা।
বিজ্ঞানীদের ধারণা ছিল আরএনএ ভাইরাস শুক্রাণুর মধ্যে কখনওই বাসা বাধতে পারবে না। তারপরই ৩৪ জন কোভিড পজিটিভ রোগীর বীর্য নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়।
প্রথম দিকে কোনও প্রমাণ নাও মিললেও পরে ৬ জনের শরীরে মিলেছে এই মারণ ভাইরাস। তার মধ্যে চারজনের অবস্থা খুবই সঙ্কটজনক, এবং দুজন সুস্থ হয়ে উঠছেন। আপাতত এই নিয়েই ভীষণ চিন্তায় রয়েছেন বিশেষজ্ঞরা।
যৌন সম্পর্কে জড়ানোর আগে সচেতন হতে হবে। শারীরিক মিলনের আগে সঙ্গিনী সম্বন্ধে সবকিছু জেনে তারপর যৌনমিলন করুন।