হানিমুনে যাচ্ছেন, কিংবা স্বপ্ন দেখছেন, ভূলে এই জিনিসগুলি করবেন না
- FB
- TW
- Linkdin
হানিমুনে যাওয়ার সময়টা ঠিক নির্বাচন করুন। যদি খুব শীতে পাহাড়ে আটকে যান কিংবা বর্ষায় সমুদ্র সংলগ্ন একায় , তাহলে ঘোরাটাই মাটি।
হানিমুনে গিয়ে নিজের রোগ লোকাবেন না। এমন কোনও জায়গা ঠিক করবে না, যা আপনাকেই ভুগতে হবে। অ্যাজমা বা হাই প্রেশার থাকলে পাহাড়ে যাওয়া এড়িয়ে যান।
হানিমুনের প্ল্যানে গন্ডোগোল হলে সব মাটি। অর্থাৎ কোথায় কতক্ষণ থাকবেন, এটা কিন্তু আপনাকে আগে ভাবতে হবে। সেই মতো তারপর ঘুরতে যাবেন।
হানিমুনে এড়িয়ে চলুন সোশ্যাল মিডিয়া। না হলে মোবাইলে চোখ দিয়ে দেখলে, হানিমুনের মজাটাই পাওয়া যাবে না। সেখানের সব মুহূর্তই সেখানে বসে আপলোড করলে, সারাদিন ধরে ওই দিকেই মন টানবে, একত্ম হতে পারবেন কি।
হানিমুনে গিয়ে অনেকেই ঘরের বাইরে পা রাখেন না। এটা প্রকৃত অর্থেই ভূল। মনে রাখবেন আপনাদের সারা জীবন একসঙ্গে কাটাতে হবে। আর এই হানিমুনের অভিজ্ঞতা কিন্তু খারাপ হলে মুশকিল হবে। তাই এনজয় করুন বাইরে ঘুরেও।
হানিমুনে অনেকেই খাবার খেতে ভূলে যান। বেশি করে যৌন মিলন করলে খাবারটাও কিন্তু দরকার। সেই সঙ্গে স্ট্রেসটাও কাটবে সব দিক থেকেই।
হানিমুনে গিয়ে কোনওভাবেই নিজের আইডি হাতছাড়া করবেন না। বিশেষ করে যদি যান বিদেশে। সবসময় খেয়ালে রাখুন পাসপোর্ট আইডি।
হানিমুনে বিদেশে ঘুরতে গেলে এমনটা ভাববেন না যে, পিক পকেট হয় না। যেখানেই ঘুরতে যান না কেন, আগাম জেনে নিন সেই জায়গা সম্ভন্ধে। রোমান্টিক প্যারিস টাওয়ার নিচেও কিন্তু পিক পকেট হওয়ার খবর রয়েছে।
হানিমুনে গেলে সাঁতার না জানলে স্ত্রীকে অবাক করার জন্য সুইমিং পুলে নামবেন না। শেষ কেলেঙ্কারি হলে আপনাকেই ঝক্কি পোয়াতে হবে।
হানিমুনে গিয়ে পুরোনো কিছু তিক্ত অভিজ্ঞতা যদি কেউ আবেগ বসতো শেয়ার করে, উঠে চলে যাবেন না , গুরুত্ব দিয়ে শুনবেন, কেই বা বলতে পারে, হানিমুনের পরই প্রকৃত প্রেম আসবে।
হানিমুনে গিয়ে শুধু যৌন মিলনে লিপ্ত হবেন না। সঙ্গীর পছন্দ অপছন্দ কোনটা বোঝার চেষ্টা করবেন। মনের গভীরে ঢোকাটাও অত্যান্ত জরুরী।