শীতের কনকনে ঠান্ডায় যৌনমিলনে উষ্ণতা পেতে চান, এই ৫ নিয়মেই পাবেন চরম শারীরিক তৃপ্তি
First Published Jan 5, 2021, 1:10 PM IST
শীতকাল আসা মানেই আলস্য যেন জাঁকিয়ে বসে। একবার কম্বলের তলায় ঢুকে পড়লে সেখান থেকে মোটেই যেন বেরাতে ইচ্ছা করে না। সঙ্গিনীকে আনন্দ দিতে এবং শারীরিক তৃপ্তি মেটাতে যৌনমিলনেও যেন বাধা হয়ে দাড়ায় কম্বল। কিন্তু শীতকালেই যৌনমিলন অনেক বেশি আরামদায়ক হয় বলে মনে করেন বিশেষজ্ঞরা। বিশেষ কিছু উপায় রয়েছে, যা মেনে চললেই সারা শরীরে উষ্ণতা বেড়ে যাবে দ্বিগুন। সহজ কিছু নিয়ম মেনে চললেই সঙ্গমের সময় শরীরে রতিসুখের তীব্র ইচ্ছা জাগিয়ে তুলতে পারবেন।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন