নীরজ চোপড়ার কেরিয়ারের এমন ১০ টি রেকর্ড, যা ভাঙা একপ্রকার অসম্ভব
- FB
- TW
- Linkdin
কেরিয়ারে শুরুতে জুনিয়র লেভেল থেকেই পোডিয়াম ফিনিশ করা অভ্য়েসে পরিণত করেছিলেন নীরজ চোপড়া। ২০১৬ সালে এশিয়ান জুনিয়র চ্যাম্পিয়নশিপে রূপো, একই বছরে বিশ্ব জুনিয়র চ্যাম্পিয়নশিপে সোনা জেতেন নীরজ। ২০১৬ সালে সাউথ এশিয়ান গেমস ও ২০১৭ সালে এশিয়ান চ্যাম্পিয়নশিপে সোনা জেতেন নীরজ।
এছাড়াও তিনি আইএএএফ অনুর্ধ্ব ২০ বিশ্ব চ্যাম্পিয়নশিপ জয়ী ভারতের প্রথম ট্র্যাক এবং ফিল্ড অ্যাথলিট। যেখানে ২০১৬ সালে নীরজ ৮৬.৪৮ মিটার জ্যাভলিন ছুঁড়ে বিশ্ব রেকর্ড গড়েছিলেন। বিশ্ব রেকর্ড স্থাপনকারী প্রথম ভারতীয় অ্যাথলিট হয়েছিলেন নীরজ চোপড়া।
২০১৮ সালের কমনওয়েলথ গেমসেও ইতিহাস তৈরি করেছিলেন নীরজ চোপড়া। ভারতের প্রথম জ্যাভলিন থ্রোয়ার হিসেবে কমনওয়েলথ গেমসে সোনা জিতেছিলেন তিনি। ফাইনালে ৮৬.৪৭ মিটার জ্যাভলিন থ্রোয়ে সোনা জয় নিশ্চিৎ করেছিলেন নীরজ চোপড়া।
২০১৮ সালেই আরও একটি রেকর্ড গড়েছিলেন নীরজ চোপড়া। প্রথম ভারতীয় হিসেবে এশিয়ান গেমসে জ্যাভলিন থ্রোয়ো সোনা জিতেছিলেন তারকা ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলিট। নিজের প্রথম থ্রোয়েই ৮৩.৪৬ মিটার জ্যাভলিন ছোঁড়েন নারজ চোপড়া আর তার সৌজন্যেই সোনা জয় নিশ্চিৎ করেন।
টোকিও অলিম্পিক্সে ট্রযাক অ্যান্ড ফিল্ডে অলিম্পিকের ইতিহাসে ভারতকে প্রথম সোনা এনে দিয়ে নতুন ইতিহাস তৈরি করেন নীরজ চোপড়া। জ্যাভেলিন থ্রোতেও অলিম্পিকে এটি ভারতের প্রথম পদক। ফাইনালে দ্বিতীয় প্রচেষ্টায় ৮৭.৫৮ মিটার জ্যাভলিন থ্রো করে ৭ আগস্ট ২০২১ সোনা জিতেছিলেন নীরজ।
এছাড়া অলিম্পিকে জ্যাভেলিন থ্রোয়ো সোনা জয়ের সঙ্গে অভিনব বিন্দ্রার পর ব্যক্তিগত ইভেন্টে অলিম্পিকে সোনা জয়ী দ্বিতীয় ক্রীড়াবিদ হন নীরজ চোপড়া। সেই সঙ্গে অভিষেক অলিম্পিকে ব্যক্তিগচ ইভেন্টে সর্বকনিষ্ঠ ভারতীয় অ্যাথলিট হিসেবে সোনা জেতেন নীরজ।
জ্যাভলিন থ্রোতে বর্তমান অলিম্পিক চ্যাম্পিয়ন নীরজ চোপড়া । তিনিই প্রথম এশিয়ান অ্যাথলিট যিনি পুরুষদের জ্যাভলিন থ্রোতে অলিম্পিকে গোল্ড মেডেল জিতেছেন। নীরজ চোপড়া হলেন প্রথম ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলিট যিনি অলিম্পিকে ভারতের হয়ে স্বর্ণপদক জিতেছেন।
চলতি বছরেই নিজের জাতীয় রেকর্ড নিজেই ভাঙেন নীরজ চোপড়া। ১৪ জুন ২০২২-এ তিনি ফিনল্যান্ডের তুর্কুতে পাভো নুরমি গেমসে ৮৯.৩০ মিটারের একটি নতুন জাতীয় রেকর্ড গড়েন। তার ঠিক ১৫ দিন পর ৩০ জুন সুইডেনের ডায়মন্ড লিগে নিজের ৮৯.৩০ মিটারের জাতীয় রেকর্ড ভেঙে ৮৯.৯৪ মিটার জ্যাভলিন ছোড়েন নীরজ চোপড়া।
এরপর বিশ্ব অ্যাথললেটিক্সের ফাইনালেও নিজের জায়গা পাকা করেন নীরজ চোপড়া। ২৪ জুলাই ২০২২ ফাইনালে ৮৮.১৩ মিটার জ্যাভেলিন ছুঁড়ে সিলভার মেডেল জেতেন ভারতীয় তারকা অ্যাথলিট। বিশ্ব অ্যাথলেটিক্সের জ্যাভেলিন থ্রোয়ে এটি ভারতের প্রথম রূপো জয়।
বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারতকে প্রথম পদক এনে দিয়েছিলেন অঞ্জু ববি জর্জ। ২০০৩ সালে লং জাম্পে দেশকে ব্রোঞ্জ এনে দিয়েছিলেন অঞ্জু। ১৯ বছর বাদে নীরজ চোপড়ার সৌজন্যে এই ইভেন্ট থেকে ভারতের দ্বিতীয় পদক এল। ইতিহাসের পাতায় নাম তুললেন নীরজ চোপড়া।