৪টি সোনা সহ ১৯টি পদক পারে ভারত, টোকিও অলিম্পিক্স শুরুর আগেই সামনে এল রিপোর্ট
- FB
- TW
- Linkdin
২০১২ সালের লন্ডন অলিম্পিকে সবথেকে বেশি পদক পেয়েছিল ভারতীয় দল। ২টি রূপো ও ৪টি ব্রোঞ্জ মিলিয়ে মোট ৬টি পদক ছিল ঝুলিতে।
২০১৬ সালে আশা জাগিয়েও নিরাশ করেছিল ভারতীয় অ্যাথলিটরা। পিভি সিন্ধুর রূপো ও সাক্ষী মালিকের ব্রোঞ্জ নিয়ো মাত্র ২টি পদক জিতেছিল বারত।
তবে টোকিও অলিম্পিক্সে একাধিক বিভাগে শক্তিশালী দল পাঠিয়েছে ভারত। ব্য়াডমিন্টন, টেবিল টেনিস, অ্যাথলিট, হকি সহ একাধিক বিভাগে পদক জয়ের একাধিক ক্রীড়াবিদ রয়েছে।
অলিম্পিকের ইতিহাসে ভারত টোকিও থেকে সবথেকে বেশি পদক জিতবে বলে প্রথম থেকেই দাবি করা হচ্ছিল। এবার নিয়েলসন কোম্পানির গ্রেসনোটের ভার্চুয়াল পদক তালিকা সেই দাবি করল।
নিয়েলসন কোম্পানির গ্রেসনোট অলিম্পিক্সের তরফে ভার্চুয়াল পদক তালিকা তৈরি করা হয়েছে। সেই তালিকার নিরিখে এবার মোট ১৯ টি পদক আসতে পারে ভারতের ঝুলিতে। মেডেল তালিকায় থাকবে ১৮ নম্বরে।
ভারতীয় অ্যাথলিটরা চারটি সোনা, ন'টি রুপো এবং ছ'টি ব্রোঞ্জ জিততে পারেন। এই ভবিষ্যদ্বাণী মিলে গেলে সত্যিই ইতিহাসে সবথেকে ভালো ফল করতে চলেছে ভারতীয় দল।
২০১৬ সালে রিও অলিম্পিক্স থেকে বিভিন্ন তথ্য-পরিসংখ্যান বিশ্লেষণ করে কোন কোন খেলোয়াড়রা পদক জিততে পারেন, তা বিশ্লেষণ করেই এই ভার্চুয়াল পদক তালিকা তৈরি করা হয়েছে।
এছাড়া এই রিপোর্টে দাবি করা হয়েছে ৪০ টি সোনা সহ মোট ৯৬ টি পদক জিতে টোকিও অলিম্পিক্সে শীর্ষে থাকতে পারে আমেরিকা। দ্বিতীয় চিন।
তবে করোনা অতিমারীর মধ্যে এই পদক তালিকা তৈরি বা ভবিষ্যদ্বাণী করা খুব কঠিন। তাই এই পদক তালিকা মেলা নিয়ে সংশয় থাকতে পারে বলে জানানো হয়েছে ওই সংস্থার তরফে।
তবে ভারতের পক্ষে যে ভবিষ্যদ্বাণী করা হয়েছে, তা দেখে আশায় বুক বাঁধছে অ্যাথলিট থেকে গোটা দেশ। ১৯ নয় আরও বেশি পজক জয় লক্ষ্য ভারতীয় দলের।