পদক জয়ের লক্ষ্য অবিচল, দেখুন টোকিওতে বাংলার প্রণতির অনুশীলনের ছবি
| Published : Jul 19 2021, 04:13 PM IST
পদক জয়ের লক্ষ্য অবিচল, দেখুন টোকিওতে বাংলার প্রণতির অনুশীলনের ছবি
Share this Photo Gallery
- FB
- TW
- Linkdin
18
জিমন্যাস্টিকে দেশকে পদক এনে দিতে মরিয়া বাংলার মেয়ে প্রণতি নায়েক।
28
তাই টোকিওতে সময় নষ্ট করতে একেবারে নারাজ এই তরুণি। নিজের লক্ষ্যে অবিচল তিনি।
38
২৩ জুলাই অলিম্পিকের ঢাকে কাঠি পড়ার আগে চলছি শেষ মুহূর্তের প্রস্তুতি। নিজেকে অনুশীলনে মগ্ন রেখেছেন প্রণতি।
48
অলিম্পিক্সে অনুশীলনের জন্য বিশ্বমানের ব্যবস্থাপনা করা হয়েছে। যা নজর কাড়ছে ও প্রশংসিত হচ্ছে সকলের কাছে।
58
অনুশীলনের মাঝে খোশ মেজাজেও পাওয়া গেল বাংলার মেয়ে প্রণতিকে। চললল ফটো শুটও।
68
অলিম্পিকে যে পদক জয় তার একমাত্র লক্ষ্য তা আরও একবার অনুশীলনে সময় জানালেন প্রণতি।
78
টোকিও অলিম্পিক্সে আর্টিস্টিক জিমন্যাস্টিকে দেশের হয়ে একমাত্র প্রতিনিধি তিনি। তাই প্রত্যাশার চাপ কতটা তা বুঝতে পারছেন প্রণতি।
88
টোকিও থেকে যাতে পদক জিতেই দেশে ফিরতে পারেন প্রণতি সেই শুভকামনাই করছে বাংলা তথা গোটা দেশ।