- Home
- Sports
- Other Sports
- শুধু টেনিস নয় রূপেও আগুন ঝরান, চিনে নিন এবারের উইম্বলডনে সেরা ৫ হট অ্যান্ড সেক্সি প্লেয়ারদের
শুধু টেনিস নয় রূপেও আগুন ঝরান, চিনে নিন এবারের উইম্বলডনে সেরা ৫ হট অ্যান্ড সেক্সি প্লেয়ারদের
- FB
- TW
- Linkdin
ক্যামিলা জিয়োর্জি-
টেনিস বিশ্বে ইতালির তারকা প্লেয়ার ক্যানমিলা জিয়োর্জি খুবই পরিচিত নাম। উইম্বলডনের মঞ্চেও তিনি খুব একটা অপরিচিত নয়। কারণ ২০১৮ সালে উইম্বলডনের কোয়ার্টার ফাইনাাল রাউন্ড পর্যন্ত পৌছেছিলেন তিনি। সেবার তার টেনিস মুগ্ধ করেছিল সকলকে। ছবি সৌঃ ইনস্টাগ্রাম
শুধু নিজের টেনিসের মাধ্যমেই নয়, নিজের মন ভোলানো রূপের মাধ্যমে সকলকে ঘায়েল করেন এই টেনিস তারকা। সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় ক্যামিলা জিয়োর্জি। নিজের বিকিনি পরিহিত ছবিও নেট দুনিয়ায় শেয়ার করে থাকেন। যা মুহূর্তে ঝড় তোলে নেটিজেনদের মনে। ছবি সৌঃ ইনস্টাগ্রাম
ক্যাটারিনা জাভাতস্কা-
সুন্দরীদের তালিকায় রয়েছেন আর এক ইউক্রেনীয় ক্যাটারিনা জাভাতস্কা। যোগ্যতা অর্জন পর্বে খেলে তিনি উইম্বলডনে এসেছেন। মূল পর্বে ভালো কিছু করে দেখানোর জন্য মুখিয়ে রয়েছেন তিনি। টেনিস খেলা ছাড়াও ঘুরতে যেতে ভালবাসেন। ইনস্টাগ্রামে চোখ রাখলেই সেটা বোঝা যায়। ছবি সৌঃ ইনস্টাগ্রাম
সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় এই ইউক্রেনীয় সুন্দরী টেনিস তারকা। তার ফ্যান ফলোয়ার্সের সংখ্যাও আকাশ ছোঁয়া। নিজের বিকিনি পরিহিত ছবিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে থাকেন ক্যাটারিনা জাভাতস্কা। যা মুহূর্তে ভাইরাল হয় নেট দুনিয়ায়। ছবি সৌঃ ইনস্টাগ্রাম
পলা বাদোসা-
স্পেনের মহিলা টেনিস প্লেয়ার পলা বাদোসাও নিজের খেলার জন্য যথেষ্ঠ খ্যাতি অর্জন করেছেন। এ বার উইম্বলডনের জন্য নিজেকে আলাদাভাবে তৈরি করেছেন তিনি। স্প্যানিশ টেনিস তারকা এবার নিজের সেরিটা দেওয়ার জন্য মুখিয়ে রয়েছেন। ছবি সৌঃ ইনস্টাগ্রাম
বর্তমাবে সোশ্যাস মিডিয়াতেও খুবই সক্রিয় পলা বাদোসা। তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের দেখলেও বোঝা যায় তিনি ঘুরতে যেতে খুবই পছন্দ করেন। দেখতেও খুবই হট অ্যান্ড সেক্সি স্প্যানিশ টেনিস তারকা। নিজেকর রূপের মাধ্যমেও নেট দুনিয়ায় ঝড় তোলেন তিনি। ছবি সৌঃ ইনস্টাগ্রাম
ডায়ানা ইয়াসত্রেমস্কা-
তার দেশ ইউক্রেন যুদ্ধ বিধ্বস্ত। তবে দেশের হয়ে প্রতিনিধিত্ব করার জন্য উইম্বলডনে নামতে প্রস্তুত সেদেশের তারকা টেনিস প্লেয়ার ডায়ানা ইয়াসত্রেমস্কা। ইউক্রেনের যেখানে ডায়ানা ইয়াসত্রেমস্কার জন্ম, সেই ওডেসা এখন রাশিয়ার অধীনে। দেশের হয়ে একাধিকবার সরবও হয়েছেন তিনি। ছবি সৌঃ ইনস্টাগ্রাম
নিজের টেনিস খেলার পাশাপাশি রূপ দিয়েও সকলকে মুগ্ধ করেন ডায়ানা ইয়াসত্রেমস্কা। সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় ডায়ানা। নিজের নানা মুহুর্তের ছবি শেয়ার করে থাকেন তিনি। তার রূপের প্রশংসা করেন সকলেই। ছবিগুলিও মুহুর্তে ভাইরাল হয় নেট দুনিয়ায়। ছবি সৌঃ ইনস্টাগ্রাম
ইউলিয়া পুতিনসেভা-
রাশিয়ার প্লেয়াররা খেলতে পারবেন না উইম্লডনে। মস্কোয় জন্ম নেওয়া ইউলিয়া পুতিনসেভার খেলতে কোনও অসুবিধা নেই। প্রথম দিকে রাশিয়ার হয়ে নামলেও এখন তিনি কাজাখস্তানের হয়ে খেলেন। এবার উইম্বলডনে নিজের সেরাটা দেওয়ার অপেক্ষায় রয়েছেন তিনি। ছবি সৌঃ ইনস্টাগ্রাম
ইউলিয়া পুতিনসেভা দেখতে খুবই সুন্দরী। তার হট অ্যান্ড সেক্সি লুক সকলকে ঘায়েল করে। নেট দুনিয়ায় নিজের বিকিনি পরিহিত একাধিক ছবি শেয়ার করে থাকেন ইউলিয়া পুতিনসেভা। লাইক ও কমেন্টের বন্যায় ভেসে যান তারকা টেনিস প্লেয়ার। ছবি সৌঃ ইনস্টাগ্রাম