- Home
- Sports
- Other Sports
- তার চাউনিতেই পাগল সকলে, জানুন বিশ্বের সব থেকে হট ও সেক্সিয়েস্ট গল্ফার শর্মিলা নিকোলেটের কাহিনি
তার চাউনিতেই পাগল সকলে, জানুন বিশ্বের সব থেকে হট ও সেক্সিয়েস্ট গল্ফার শর্মিলা নিকোলেটের কাহিনি
- FB
- TW
- Linkdin
ছোট বেলা থেকেই স্পোর্টসের প্রতি আগ্রহ ছিল শর্মিলার। খেলা তাকে বরাবর টানত। একাধিক খেলার প্রতি তার নেশা ছিল। তবে গল্ফ ও সাঁতার তার খুব প্রিয় ছিল।
শর্মিলা নিকোলেট, ১১ বছর বয়স থেকে গল্ফ খেলেন, তিনি বিশ্বের অন্যতম সেরা গল্ফ খেলোয়াড়। তিনি এখনও পর্যন্ত গল্ফে ১১ টি শিরোপা জিতেছে।
সেরা গল্ফার হওয়ার পাশাপাশি শর্মিলাও বিশ্বের সবচেয়ে সুন্দরী ও সেক্সি গল্ফার। তাদের লম্বা উচ্চতা এবং সৌন্দর্য মানুষকে বরাবর আকর্ষণ করে।
শর্মিলা একজন ভারতীয়, তবে তার বাবা মার্ক নিকলেট ফ্রান্সের নাগরিক এবং তাঁর মা সুরেখা ভারতের বাসিন্দা।
শর্মিলা নিকোলেটের খেলাধুলায় সাফল্য ও তার রূপ ও ব্যক্তিত্বের কারণে সোশ্যাল মিডিয়ায় তার ভক্তের সংখ্যা কয়েক মিলিয়ন। সোশ্যাল মিডিয়ায় কার্যত মানুষের হৃদয়কে শাসন করেন শর্মিলা।
শর্মিলা নিকলেট ইউরোপীয় ট্যুরে যোগ্যতম গল্ফার। নিকলেট ২০০৭ সালে লেডি গল্ফার এবং ২০১০ সালে ওয়াগএআইএর বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।
গল্ফার হওয়ার পাশাপাশি নিকলেটও একজন দুর্দান্ত সাঁতারু। তিনি জাতীয় সাব জুনিয়র সাঁতার চ্যাম্পিয়ন পাশাপাশি অনেক শিরোপা জিতেছেন।
নিজের শারীরিক ফিটনেসর উপর সর্বদা খুবই নজর দেন শর্মিলা। তার উচ্চতা ৫ ফুট ১১ ইঞ্চি। তার মনমোহনী রূপ আকর্ষণ করে সকলকে।
আগামি দিনেও খেলার মাধ্যমেই নিজেকে আরও প্রতিষ্ঠিত করতে চান শর্মিলা নিকোলেট। নিজের, পরিবারের ও দেশের নাম উজ্জবল করাই তার লক্ষ্য।