ঘুরতে গিয়ে জলের মত খরচ টাকা, এই দশ টিপসেই বাঁচবে অর্থ, কমবে খরচ, জেনে রাখুন
- FB
- TW
- Linkdin
ট্রিপ পরিকল্প করার আগে যদি কয়েকটি বিষয় মাথায় রাখা যায় তবে তা নিঃসন্দেহে খরচ কমাতে সাহায্য করে, প্রথমত হল পরিকল্পনা করা উচিত বেশ কয়েকমাস আগে থেকে।
ট্রিপের চার-পাঁচ মাস আগে টিকিট কেটে ফেলুন। এতে মূল্য বেশ খানিকটা কম থাকে।
ভ্রমণের নেশা যদি থাকে তবে প্রতি মাসে অল্প পরিমান টাকা সেই খাতে জমা রাখুন। এতে ট্রিপের মাসে পকেটে চাপ পরে না।.
সবসময় ভ্রমণ পরিকল্পনা করুন গ্রুপে। বেশি সংখ্যক মানুষ গেলে মাথা পিছু খরচ বেশ কিছুটা কমে যায়।
গাড়ি ভাড়া করার আগে তা শেয়ার করার চেষ্টা করুন। গাড়িতে নয়জন থাকলে যা ভাড়া, দুজন গেলেও একই ভাড়া পড়ে।.
বাইরে ঘুরতে গিয়ে বিলাসি পদে মনোযোগ না দিয়ে সেই স্থানের বিশেষ খাবারগুলি টেস্ট করে দেখুন। এতে নতুন অভিজ্ঞতা হবে। বাকি সময় হালকা খাবার খান। তাতে শরীর ভালো থাকবে, খরচও কম হবে।
বিমানে যাতায়াত করলে ব্যাগের ওজনের দিকে নজর দিন। ফেরার সময় কেনাকাটা করে বেশি জিনিস আনতে হলে যাওয়ার সময় ব্যাগে পর্যাপ্ত জায়গা রাখুন।.
সঙ্গে যাবতীয় ওষুধ রাখুন। এতে বিপদে পড়ে ডাক্তারের কাছে ছুঁটতে হবে না।
কেনাকাট কম করে ওই টাকায় জায়গাটা ভালো করে ঘুরে দেখুন। হতেই পারে আর কোনও দিন হয়তো এই স্থানে ঘোরা হবে না। খরচ কমাতে স্থানীয় বাসে, গাড়িতে যাতায়াত করুন।
বিলাস বহুল হটেলে থাকলেও সেখান থেকে না খেয়ে ভালো খাবার পাওয়া যায় এমন স্থানীয় কোনও নামী রেস্তোরা থেকে খেতে পারেন। এতেও খরচ কমে বেশ।