বড়দিনে বড় উপহার, পাহাড় কোলে চলল টয়ট্রেন, দার্জিলিং-এ সারপ্রাইজ গিফট পর্যটকদের
পর্যটকদের কাছে শীতের পাহাড় আকর্ষণ মানেই দার্জিলিং। অনবদ্য রোদ ঝলমলে আকাশে দিনভর কাঞ্চনজঙ্ঘা দর্শক, এক কথায় রাজকীয় ট্রিপ। এবার সেই ট্রিপে গিয়েই সারপ্রাইজ গিফট পেল পর্যটকেরা।
- FB
- TW
- Linkdin
বড়দিনে ২০১৯-ই সারপ্রাইজ দিয়েছিল দার্জিলিং-এর পর্যটকদের। প্রায় দশ বছর পরে পড়েছিল বরফ।
সেই সুখে গা ভাসাতে এবারও বছর শেষে জমে উঠেছে দার্জিলিং শহর। করোনার কোপ থেকে বেরিয়ে পরিস্থিতি খানিক স্বাভাবিক হতেই দার্জিলিং মুখো পর্যটকেরা।
এবার সেই তালিকাতে নাম লিখিয়ে যাঁরা পৌঁচ্ছে গেলে দার্জিলিং বড় দিনে তাঁরাই পেলেন এবার বিশেষ উপহার।
লকডাউনের জন্য বন্ধ ঠিল টয়ট্রেন। দীর্ঘদিন পর সেই টয়ট্রেনের চাকা ঘুরল ২৫ ডিসেম্বর।
শুক্রবার সকালেই দার্জিলিং থেকে ঘুম স্টেশন পর্যন্ত চলল ট্রয়ট্রেন। ফলে যাঁরা গিয়েছেন অথচ টয়ট্রেন চরার সাধ মেটাতে পারছিলেন না, তাঁরা হাতে পেলেন চাঁদ।
এছাড়াও গ্লেনারিজে উপচে পড়া ভিড়, বড়দিনে সেখানের কেকের সন্ধানে হাজির পর্যটকরা। পাশাপাশি হিটারের সামনে বসে খোলা আকাশের নীচে দার্জিলিং চায়ে চুমুকের আনন্দ।
অন্যান্য ভ্রমণ স্থানের থেকে বেশি পর্যটক নজরে এলো এবার দার্জিলিং-এ। প্রতিবছরের মতই এবারও সেজে উঠেছে দার্জিলিং ম্যাল।