- Home
- Lifestyle
- Travel
- নারীদের প্রবেশ নিষেধ, পুরুষদের উলঙ্গ হয়েই মেলে যাওয়ার অনুমতী, কোথায় এই রহস্যময় দ্বীপ
নারীদের প্রবেশ নিষেধ, পুরুষদের উলঙ্গ হয়েই মেলে যাওয়ার অনুমতী, কোথায় এই রহস্যময় দ্বীপ
- FB
- TW
- Linkdin
জাপানের প্রাচীন ধর্মীয় স্থান ওকিনোশিমা দ্বীপ। এই দ্বীপকে এক পবিত্রদ্বীপ বলেই স্থানীয়রা মনে করে থাকেন।
কথিত আছে এখানে অবস্থিত এক মন্দিরে নাবিকরা পুজো দিতে আসতেন। এখানে সমুদ্র দেবীর বাস। তাই নাবিকেরা এই পথ দিয়ে গেলে এখানে থামতেন।
জাপানের প্রাচীন ধর্মীয় স্থান ওকিনোশিমা দ্বীপে নারীদের প্রবেশ নিষেধ। মেয়েদের এখানে ঢুকতে দেওয়া হয় না।
এমন কী পুরুষেরাও যদি প্রবেশ করতে চায়, তবে উলঙ্গ হয়ে স্নান করে পবিত্র হয়ে তবেই প্রবেশ করতে হয় এই দ্বীপে।
দ্বীপ থেকে কোনও কিছু নিয়ে আসার কোনও অনুমতী নেই। এমন কী নিয়ে য়াওয়া যাবে না একটি গাছের পাতাও।
এখানেই শেষ নয়, এই দ্বীপ কেমন, সেখানে কী হয়, তার বিবরণও কোথাও দেওয়া যাবে না। দ্বীপ নিয়ে কোনও আলোচনাই করা যাবে না।
বছরে মাত্র একটা দিন সকলের জন্য এই দ্বীপের দরজা খুলে দেওয়া হয়। ২৭ মে। তবে নিয়ম মানতে হয় সকলকেই।
তবে সেই সংখ্যা কোনও মতেই ২০০ জন যেন না ছাড়ায়, এমনই নিয়ম জারি করা আছে। আর দর্শণার্থীদের তালিকাতে থাকবেন না কোনও মহিলা।