ছুটিতে আলিপুর চিড়িয়াখানা যাবেন ভাবছেন, এই নতুন নিয়ম না জানলে ফিরে আসতে হবে
শহরে শীতের আমেজ মানেই এক ভিন্ন স্বাদের আমেজ। একদিনের পিকনিক হোক বা ট্রিপ প্ল্যান তড়িঘড়ি ব্যাগ গুছিয়ে নেওয়ার পালা। আর কাছে পিঠে ছোটদের পছন্দের ট্রিপ মানেই চিড়িয়াখানা। তবে কোভিড কালে চিড়িয়াখানা ভ্রমণের পরিকল্পনা করার আগে জেনে নিন নতুন নিয়ম কী কী...
- FB
- TW
- Linkdin
চিড়িয়াখানায় প্রবেশ করার জন্য অনলাইনে টিকিট কাটতে হবে। তাই চিড়িয়াখানায় গিয়ে লাইনে ভিড় করা নয়, অনলাইনেই কেটে নিন টিকিট।
১০ বছরের নীচে ও ৬০ বছরের ওপরে থাকা দর্শকদের বিশেষ নির্দেশিকা মেনে চলতে হবে।
ঢোকার সময় স্যানিটাইজার চানেলের মধ্যে দিয়ে প্রবেশ করতে হবে। দেখে নেওয়া হবে শরীরের টেম্পারেচার।
সর্দি, কাশী, জ্বর বা কোনও শারীরিক সমস্যা থাকলে চিড়িয়াখানাতে প্রবেশ করতে দেওয়া হবে না।
মাস্ক পরা না থাকলে চিড়িয়াখানায় প্রবেশ করতে দেওয়া হবে না। ভেতরে মাস্ক খোলা যাবে না।
নির্দিষ্ট সময়ের মধ্যে দেখা শেষ করতে হবে। সকলকে তিন থেকে চার ঘণ্টা সময় দেওয়া হবে। ভিড় এড়ানোর জন্য এই উদ্যোগ।
সবার জায়গাতেও লাল ক্রশ দেখে নিতে হবে। পাশাপাশি ৬ ফুট দুরত্ব মেনে চলতে হবে। সঙ্গে কোনও রকমের খাবার নিয়ে প্রবেশ করা যাবে না।