- Home
- World News
- International News
- করোনা বিশ্বে আমেরিকা নয় বিল গেটসের ঘোড়া ভারত, ভ্যাকসিন নিয়ে আস্থা এদেশের ফার্মা কোম্পানিগুলির উপর
করোনা বিশ্বে আমেরিকা নয় বিল গেটসের ঘোড়া ভারত, ভ্যাকসিন নিয়ে আস্থা এদেশের ফার্মা কোম্পানিগুলির উপর
- FB
- TW
- Linkdin
করোনাভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার করতে বিশ্বজুড়ে গবেষণা চলছে। তবে ভারতের গবেষণার উপর আস্থা রাখছেন মার্কিন ধনকুবের বিল গেটস। গেটস মনে করেন, এদেশে গবেষণায় কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হচ্ছে। প্লাজমা থেরাপির ক্ষেত্রেও ভারত উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে।
দীর্ঘদিন ধরেই অন্যান্য রোগের প্রতিকার খুঁজতে যে ধরণের গবেষণা ভারতে চালানো হয়েছে, তা অত্যন্ত সন্তোষজনক বলেই উল্লেখ করেছেন বিল গেটস।
কোভিড ১৯-এর বিরুদ্ধে ভারতের যুদ্ধ নিয়ে একটি ডকুমেন্টারিতে এই বক্তব্য পেশ করেন বিল গেটস।
বিশাল জনসংখ্যার কারণে ভারতে করোনা পরিস্থিতি এই মুহুর্তে বিড়াট চ্যালেঞ্জের মুখে থাকলেও দেশ যেভাবে লড়ছে তার প্রশংসা করেন তিনি।
এরআগেও কেন্দ্রের করোনা পরিস্থিতির মোকাবিলা নিয়ে প্রশংসা করে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন বিল গেটস।
এবার ভারতীয় ওষুধ প্রস্তুতকারক সংস্থাগুলির প্রশংসায় পঞ্চমুখ বলেন বিল গেটস। তিনি বলেন, গোটা বিশ্বে ওষুধ এবং ভ্যাকসিনের বিরাট বড় সরবরাহ আসে ভারত থেকে। বিশ্বের যেকোনও দেশের তুলনায় ভারতই সবচেয়ে বেশি ভ্যাকসিন তৈরি করে।
করোনা মহামরী থেকে রক্ষ পেতে গোটা বিশ্বেই গবেষণা চলছে। এই গবেষণায় ভারত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেই মনে করছেন বিল গেটস।