- Home
- World News
- International News
- কচ্ছপ, কুমীর নাকি ডাইনোসরাস, ফ্লোরিডায় ধরা পড়ল সম্পূর্ণ নতুন প্রজাতির এক প্রাণী, দেখুন
কচ্ছপ, কুমীর নাকি ডাইনোসরাস, ফ্লোরিডায় ধরা পড়ল সম্পূর্ণ নতুন প্রজাতির এক প্রাণী, দেখুন
- FB
- TW
- Linkdin
জীববিজ্ঞানীরা জানিয়েছেন ফ্লোরিডা ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফ কনজারভেশন কমিশনের ফাঁদে যে প্রাণীগুলি ধরা পড়েছে সেগুলি হল 'অ্য়ালিগেটর স্ন্যাপিং টার্টেল'।
ফাঁদে পড়া তিনটি এই প্রজাতির কচ্ছপের মধ্যে একটি পুরুষ কচ্ছপের ওজন ছিল ১০০ পাউন্ডেরও বেশি। যাকে এই প্রজাতির কচ্ছপদের মধ্যে বৃহত্তম বলে মনে করা হচ্ছে।
জানা গিয়েছে আমেরিকার ফ্লোরিডা শহরের গাইনেসভিল একারা উত্তরে একেবারেই অল্প জল থাকা এক নদীর খালে ছয়টি ৪ ফুট ব্যাসের জাল বাঁধা হয়েছিল।
সেই জালে ওই ১০০ পাউন্ডের দৈত্যাকৃতি পুরুষ কচ্ছপটির সঙ্গে সঙ্গে আরও একটি ৬৪ পাউন্ডের পুরুষ কচ্ছপ ধরা পড়েছে।
ধরা পড়েছে ৪৬ পাউন্ড ওজনের একটি মহিলা অ্যালিগেটর স্ন্যাপিং টার্টেল-ও।
জীববিজ্ঞানীরা কচ্ছপগুলির শরীর স্বাস্থ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিসংখ্যান নথিভুক্ত করে আবার সেগুলিকে ওই নদীতেই ছেড়ে দিয়েছেন।
এর আগে মনে করা হতো বিশ্বে অ্যালিগেটর স্ন্যাপিং কচ্ছপের একটিই মাত্র প্রজাতি জীবিত আছে।
কিন্তু, ফ্লোরিডার বিজ্ঞানীরা যে প্রজাতিটি পেয়েছেন, সেটি সম্পূর্ণ একটি নতুন প্রজাতি। এর বৈজ্ঞানিক নাম দেওয়া হয়েছে ম্যাক্রোচেলিস সুওয়ান্নিয়েন্সিস।
অ্যালিগেটর স্নাপিং কচ্ছপ মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বদিকের নদীনালাগুলিতে দেখা যায়। অ্যালিগেটর অর্থাৎ কুমীর-এর মতো শক্তিশালী চোয়াল এবং খোলসের উপর কাঁটা কাঁটা আঁশ থাকায় একে অ্যালিগেটর স্ন্যাপিং টার্টেল বলা হয়।
আবার শক্ত ছুঁচোলো চোয়াল, কাঁটা কাঁটা আঁশ এবং মোটা লেজের কারণে একে কচ্ছপ জগতের ডাইনোসর-ও বলা হয়ে থাকে। এই ধরণের কচ্ছপ গুলি সাধারণত ৭০ বছর মতো বাঁচে। তবে কিছু কিছু অ্যালিগেটর স্ন্যাপিং কচ্ছপ ১০০ বছরের বেশি বেঁচে রয়েছে বলেও নথিভুক্ত করা হয়েছে।