- Home
- West Bengal
- West Bengal News
- নাড্ডা খেলেন ভ্য়ানচালকের বাড়িতে ভাত, দিদির গড়ে 'দুয়ারে দুয়ারে' শাহ-র কাছে এল আর্শীবাদের হাত
নাড্ডা খেলেন ভ্য়ানচালকের বাড়িতে ভাত, দিদির গড়ে 'দুয়ারে দুয়ারে' শাহ-র কাছে এল আর্শীবাদের হাত
- FB
- TW
- Linkdin
শুক্রবার পঞ্চম দফা ভোটের প্রচারে পশ্চিমবঙ্গে এসে বাজিমাত করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জেপি নাড্ডা।
এদিন কলকাতায় সাংবাদিক সম্মেলন সেরে ভবানীপুরে দুয়ারে দুয়ারে প্রচার কার্য চালিয়েছেন শাহ।
দুয়ারে দুয়ারে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কাছে পেয়ে উচ্ছ্বসিত ভবানীপুরের সকল বাসিন্দারা।
এরই মাঝে বিজেপির এক প্রবীণ কর্মীর বাড়িতে মধ্যাহ্নভোজ সারলেন শাহ। এদিন শাহ-র মধ্যাহ্নভোজে মেনু - রুটি-ভাত, বেগুন ভাজা-কুমড়ো ভাজা, ঢ্য়াড়শ-পটলের সবজি, ধোঁকার ডালনা-ছানার ডালনা, আমের চাটনি, সন্দেশ, রসগোল্লা, মিষ্টি দই।
এরপর মধ্যাহ্নভোজ সেরে বিকেল ৪টায় জগদ্দলে রোড শো করবেন শাহ।
তারপর জগদ্দল থেকে সোজা ফিরবেন উত্তর ২৪ পরগণার মধ্যমগ্রামে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
অপরদিকে, রাজ্যে এসেছেন বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জেপি নাড্ডা। শমিকের সমর্থনে বিশাল রোড শোয়ে নাড্ডা।
এদিন ৩ টি রোড শোয়ে অংশ নিয়েছেন নাড্ডা । বাগুইহাটি ভিআইপি-সাতগাছিয়া যশোর রোড,রাজারহাট-গোপালপুর, চাকদহ চৌরাস্তা থেকে চাকদহ রথতলা এবং বর্ধমানে রোড শোয়ে জেপি নাড্ডা।
এদিন চাকদায় ভ্য়ানচালকে দিলীপ বিশ্বাসের বাড়িতে মধ্য়াহ্নভোজ সারলেন জেপি নাড্ডা। মেনুতে চিল ভাত, ডাল, ডাটার শাক, চিপস, ছানার তরকারি, পনিরের তরকারি, দই, মিষ্টি।
বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জেপি নাড্ডার রোড শোয়ে এদিনও নামে কর্মী-সমর্থকদের ঢল।