- Home
- West Bengal
- West Bengal News
- 'আমি তরুন প্রজন্মের প্রতিনিধি', চিরাচরিত পোশাক ছেড়ে ফেডেড জিনসে প্রচারে রায়গঞ্জের BJP প্রার্থী
'আমি তরুন প্রজন্মের প্রতিনিধি', চিরাচরিত পোশাক ছেড়ে ফেডেড জিনসে প্রচারে রায়গঞ্জের BJP প্রার্থী
- FB
- TW
- Linkdin
ইয়াং জেনারেশনের ভোটারদের আকৃষ্ট করতে নেতার চিরাচরিত পোশাক( পাজাম, পাঞ্জাবি) ছেড়ে হাল ফ্যাশনের পোশাক পরে এদিন রবিবাসরীয় প্রচার শুরু করেন রায়গঞ্জ আসনের বিজেপি প্রার্থী কৃষ্ণ কল্যানী।
রায়গঞ্জের বিজেপি প্রার্থী এদিন ফেডেড জিনস, সাদা বেল্ট, সাদা চেক শার্ট ও গলায় গেরুয়া রঙের উত্তরীয় লাগিয়ে শহরের উকিলপাড়ার বিভিন্ন এলাকায় প্রচার শুরু করেন।
উকিলপাড়ায় অবস্থিত রামকৃষ্ণ আশ্রমে পুজো দিয়ে কৃষ্ণ কল্যানী এদিন প্রচার শুরু করেন। বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে গিয়ে ভোট ভিক্ষা করেন।
সাধারণ মানুষের সঙ্গে করমর্দনের পাশাপাশি আলিঙ্গন করতে দেখা যায় তাকে। ওই এলাকায় দেওয়াল লিখনে হাত লাগান তিনি।
কৃষ্ণ কল্যানী জানিয়েছেন,'দেশ গড়ার ক্ষেত্রে তরুন রক্তই আসল শক্তি। দীর্ঘদিন ধরে রায়গঞ্জ কেন্দ্রে উন্নয়নের ছোঁয়া লাগেনি।
তিনি আরও জানিয়েছেন, 'আমার প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেস ও জোটের প্রার্থীর বয়স ষাটের কোঠায়। জোটের প্রার্থী এর আগে দুইবারের বিধায়ক থেকেও এলাকার উন্নয়ন করতে পারেননি।'