- Home
- West Bengal
- West Bengal News
- 'আমার বাবাকে ফিরিয়ে দাও গো', সন্ত্রাস বিধ্বস্ত নন্দীগ্রাম দেখে কেঁদে ফেললেন রাজ্যপাল
'আমার বাবাকে ফিরিয়ে দাও গো', সন্ত্রাস বিধ্বস্ত নন্দীগ্রাম দেখে কেঁদে ফেললেন রাজ্যপাল
- FB
- TW
- Linkdin
এদিন সকালে হেলিকপ্টারে করে আক্রান্তের পরিবার এবং এলাকা পরিদর্শনে নন্দীগ্রামে পৌছন রাজ্যপাল।
ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের পাশে দাঁড়াতেই রাজ্য়পালের এই জেলা সফর। তাঁকে স্বাগত জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
রাজ্যপালের গাড়ি 'সন্ত্রাস বিধ্বস্ত' নন্দীগ্রামে ঢুকতে সারি সারি ক্ষতিগ্রস্থ পরিবার রাস্তা বেরিয়ে পড়ে।
নন্দীগ্রাম সফরে এসে ভোট পরবর্তী হিংসায় পুড়িয়ে দেওয়া ঘরবাড়ি পরিদর্শন করেন রাজ্যপাল জগদীপ ধনকড়।
ট্রান্সলেটারের মাধ্যমে ক্ষতিগ্রস্থ পরিবারের মেয়েটি রাজ্যপালের কাছে নিজের যন্ত্রনার কথা জানাচ্ছে।
সন্ত্রাস বিধ্বস্ত নন্দীগ্রাম এই পরিবারটিকে দেখে নিজেই কেঁদে ফেললেন রাজ্যপাল।
'আমার বাবা-স্বামীকে ফিরিয়ে দাও গো', রাজ্যপাল আসছে জানতে পেরে বিধবা মহিলাটি তার গত একমাসের যন্ত্রনার কথা প্রকাশ করে। একুশের নির্বাচন চলাকালীন হিংসা তাঁর জীবনের সব দামী জিনিসই নিয়ে নিয়েছে বলে অভিযোগ।
অভিযোগ, ভোট পরলর্তী হিংসায় আহত একের পর এক। চির তরে হারিয়েছে প্রিয় জনকেও। কাঠগড়ায় তৃণমূল।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়কে অনুরোধ জানিয়ে প্ল্য়াকার্ড হাতে নন্দীগ্রামবাসী।
ভোট পরবর্তী হিংসায় বুক চাপড়ে কাপড় পেতে প্রিয় জনকে ফিরে পাবার আর্জি নিয়ে নন্দীগ্রামবাসী।
এদিন দুপুরে স্থানীয় জানকীনাথ মন্দিরের উদ্দেশ্যে রওনা হন রাজ্যপাল জগদীপ ধনখড়।
এলাকা পরিদর্শন শেষে জানকীনাথ মন্দিরে পুজোও দেন রাজ্যপাল।