- Home
- West Bengal
- West Bengal News
- 'পুলিসের মারেই মৃত্যু বাম যুব নেতার', অস্বস্তি 'মমতা সরকারের', নিন্দায় সরব রাজনৈতিক মহল
'পুলিসের মারেই মৃত্যু বাম যুব নেতার', অস্বস্তি 'মমতা সরকারের', নিন্দায় সরব রাজনৈতিক মহল
বাম যুব সংগঠনের ডাকে নবান্ন অভিযানে গিয়ে আহত ডিওয়াইএফআই নেতার মৃত্যু ঘিরে তোলপার রাজ্য রাজনীতি। সোমবার সকালে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় মইদুল ইসলাম মিদ্যার। বাম নেতৃত্বের অভিযোগ, পুলিসের লাঠির আঘাতেই মৃত্যু হয়েছে যুব নেতার। ঘটনায় রাজ্য জুড়ে আন্দোলনের ডাক দেওয়া হয়েছে বামেদের তরফে। রাজ্য সরকারের নিন্দায় সরব হয়েছে বাম-কং-বিজেপি নেতারা।
- FB
- TW
- Linkdin
সিপিএম নেতা ফুয়াদ হালিম জানিয়েছেন, ‘৩১ বছরের ছেলের হঠাৎ কিডনি বিকল হয়ে গেল— এটা মারধর ছাড়া অন্য কোনও কারণে হতে পারে না। ইতিমধ্যে আমরা পুলিশকে সবটা জানিয়েছি। পুলিশ এসে জিজ্ঞাসাবাদ করেছে। একটা এফআইআরও নথিভুক্ত করা হয়েছে। আশা করছি, মৃতদেহের ময়নাতদন্ত হবে। আর তাতেই পুরো ব্যাপারটা পরিষ্কার করে সামনে আসবে।’
ভোটের মুখে এমনিতেই একের পর এক দলবদলে সমস্যা বাড়ছিল শাসক দলের। তারউপর পুলিসের লাঠির আঘাতে বাম যুব নেতার মৃত্যুর অভিযোগের ঘটনার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের অস্বস্তি আরও বাড়বে বলেই মত, রাজনৈতিক মহলের।