- Home
- West Bengal
- West Bengal News
- আজ বামদের ডাকা ১২ ঘন্টার বাংলা বনধে প্রভাব সর্বত্র, বন্ধ পরিষেবা, দেখুন ছবি
আজ বামদের ডাকা ১২ ঘন্টার বাংলা বনধে প্রভাব সর্বত্র, বন্ধ পরিষেবা, দেখুন ছবি
বামপন্থী ছাত্র-যুব সংগঠনের নবান্ন অভিযানে পুলিশি হামলার প্রতিবাদে সিপিএম তথা বামফন্টের ডাকা ১২ ঘন্টার বাংলা বনধে উত্তর দিনাজপুর জেলায় প্রভাব পড়েছে সর্বত্র। দুএকটি সরকারি বাস চললেও সমস্ত যানবাহন পরিষেবা বন্ধ। খোলেনি দোকানপাট বা হাট বাজার। জেলা সদর রায়গঞ্জ শহরে সরকারি খোলা থাকলেও তাতে হাজিরা ছিল নগন্য।বামফন্টের ডাকা বনধকে সমর্থন জানিয়েছে কংগ্রেস।
17

বামপন্থী ছাত্র-যুব সংগঠনের নবান্ন অভিযানে পুলিশি হামলার প্রতিবাদে সিপিএম তথা বামফন্টের ডাকা ১২ ঘন্টার বাংলা বনধে উত্তর দিনাজপুর জেলায় প্রভাব পড়েছে সর্বত্র।
27
দুএকটি সরকারি বাস চললেও সমস্ত যানবাহন পরিষেবা বন্ধ। খোলেনি দোকানপাট বা হাট বাজার। জেলা সদর রায়গঞ্জ শহরে সরকারি খোলা থাকলেও তাতে হাজিরা নগন্য।বামফন্টের ডাকা বনধকে সমর্থন জানিয়েছে কংগ্রেস।
37
সকলের জন্য শিক্ষা ও স্বাস্থ্যের দাবি এবং শূন্যপদে নিয়োগের দাবিতে ডি ওয়াই এফ আই ও এস এফ আই সহ ১০ টি বামপন্থী ছাত্র-যুব সংগঠন বৃহস্পতিবার নবান্ন অভিযান করে।
47
আন্দোলনকারীরা ব্যারিকেড অতিক্রম করার চেষ্টা করলেই পুলিশ বাধা দেয়। এরপরে দু'পক্ষের মধ্যে বচসা শুরু হয়। পরিস্থিতি হাতের নাগালের বাইরে চলে যায়। পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে বাধে সংঘর্ষ।
57
রাজ্যের পুলিশ ছাত্র-যুবদের প্রতিহত করতে লাঠিচার্জ, জলকামান চালায়। পুলিশের নির্মম আক্রমণে বহু ছাত্র যুব গুরুতর আহত হয় বলে দাবি বামেদের। আহত হয় দুতরফেই, ডিসিপি সহ একাধিক পুলিশ কর্মীও।
67
পুলিশের অত্যাচারের প্রতিবাদে রাজ্য বামফ্রন্ট শুক্রবার ১২ ঘন্টার বনধের ডাক দিয়েছে।
77
বনধে ব্যাপক সাড়া পড়েছে রায়গঞ্জ সহ গোটা উত্তর দিনাজপুর জেলায়। বনধকে সমর্থন জানিয়ে স্বতঃস্ফূর্তভাবেই হাট বাজার, দোকানপাট বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা।
Latest Videos