- Home
- West Bengal
- West Bengal News
- শুভেন্দুর পোস্টার এবার দক্ষিণ কলকাতায়, হামলার আশঙ্কা করলেন ঘনিষ্ঠ অনুগামী
শুভেন্দুর পোস্টার এবার দক্ষিণ কলকাতায়, হামলার আশঙ্কা করলেন ঘনিষ্ঠ অনুগামী
'মানুষের কাজ করতে গেলে কোন পদ লাগে না, আমরা দাদার অনুগামী',শুভেন্দুর পোস্টার এবার দক্ষিণ কলকাতায়।এবার দক্ষিণ কলকাতার গড়িয়াহাট, গোলপার্ক, নিউ আলিপুর পর বেহালা চৌরাস্তা বেহালা ম্যানটন ও বেহালা ১৪ নম্বর বাস স্ট্যান্ডে শুভেন্দু অধিকারীর পোস্টার পড়ল। শুভেন্দুর উপর হামলার আশঙ্কা করলেন তাঁর এক ঘনিষ্ঠ অনুগামী।
15

'মানুষের কাজ করতে গেলে কোন পদ লাগে না, আমরা দাদার অনুগামী',শুভেন্দুর পোস্টার এবার দক্ষিণ কলকাতায়।
25
এবার দক্ষিণ কলকাতার গড়িয়াহাট, গোলপার্ক, নিউ আলিপুর পর বেহালা চৌরাস্তা বেহালা ম্যানটন ও বেহালা ১৪ নম্বর বাস স্ট্যান্ডে শুভেন্দু অধিকারীর পোস্টার পড়ল।
35
তাতে লেখা আছে 'মানুষের কাজ করতে গেলে কোন পদ লাগে না, আমরা দাদার অনুগামী'। পথ চলতি মানুষ, অটোওয়ালা সবাই ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে দেখছে।
45
উল্লেখ্য, ওদিকে আনুষ্ঠানিকভাবে না হলেও দলের সঙ্গে কার্যত সমস্ত সম্পর্ক চুকিয়ে দিয়েছেন তিনি। দলীয় পদ না ছাড়লেও ছেড়েছেন মন্ত্রিত্ব সহ প্রায় সমস্ত সরকারি পদ।
55
এমনকি ছেড়ে দিয়েছেন রাজ্য সরকারের দেওয়া নিরাপত্তা। এবার সেই প্রেক্ষিতেই শুভেন্দুর উপর হামলা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করলেন, তাঁর ঘনিষ্ঠ অনুগামী কণিষ্ক পাণ্ডা।
Latest Videos