বিদায়ী তৃণমূল কাউন্সিলারের মুখে দিলীপের মিষ্টি, প্রাতঃভ্রমণে কি তাহলে রং বদলের ইঙ্গিত
First Published Feb 21, 2021, 1:03 PM IST
বিদায়ী তৃণমূল কাউন্সিলারের মুখে দিলীপের মিষ্টি। দিলীপের সঙ্গে প্রাতঃভ্রমণে তৃণমূলের দেবাশীষ। রবিবার নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমণে আসেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দিলীপ ঘোষের সঙ্গে দেখা করতে আসেন বিধাননগর পুর নিগমের প্রাক্তন মেয়র পারিষদ সদস্য দেবাশীষ জানা। দিলীপ ঘোষের সঙ্গে একান্তে বেশকিছুক্ষণ কথা বলতে দেখা গেল দেবাশীষ জানাকে। দল বদলের ইঙ্গিতে জল্পনা তুঙ্গে।

বিদায়ী তৃণমূল কাউন্সিলারের মুখে দিলীপের মিষ্টি। দিলীপের সঙ্গে প্রাতঃভ্রমণে তৃণমূলের দেবাশীষ।

রবিবার নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমণে আসেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

দিলীপ ঘোষের সঙ্গে দেখা করতে আসেন বিধাননগর পুর নিগমের প্রাক্তন মেয়র পারিষদ সদস্য দেবাশীষ জানা।

দিলীপ ঘোষের সঙ্গে একান্তে বেশকিছুক্ষণ কথা বলতে দেখা গেল দেবাশীষ জানাকে। দল বদলের ইঙ্গিতে জল্পনা তুঙ্গে।

দেবাশীষ জানার সঙ্গে দেখা হওয়ার বিষয়ে দিলীপ ঘোষ বলেছেন,'এসছেন অনেকেই আসেন মর্নিং ওয়াকে। দেবাশীষ বাবুও এসছেন। আমার সঙ্গেও দেখা হল নমস্কার হল।'

দিলীপ ঘোষ আরও বলেন, 'আমরা তো আমাদের মতো করতে থাকি উনি এসছেন সুন্দর জায়গা অনেকে আসেন ঘুরতে এসছেন। অনেক লোক আসেন পরিচয় হয়। আমার সঙ্গেও প্রথমবার পরিচয় হল আজ।'
Today's Poll
অভিভাবক হিসাবে আপনার সন্তানের জন্য অনলাইনে কোন ক্লাসের এডুকেশনাল কনটেন্ট পেতে চান ?