বড়দিনে সেজে উঠেছে ব্যান্ডেল চার্চ, উপচে পড়ছে ভিড়, দেখুন ছবিতে
- বড়দিন উপলক্ষে সেজে উঠেছে ব্যান্ডেল চার্চ
- হুগলির নদীর তীরে অবস্থিত প্রাচীন গির্জা
- ভিড় করছেন সব বয়সের মানুষ
| Published : Dec 24 2019, 09:31 PM IST
বড়দিনে সেজে উঠেছে ব্যান্ডেল চার্চ, উপচে পড়ছে ভিড়, দেখুন ছবিতে
Share this Photo Gallery
- FB
- TW
- Linkdin
16
চার্চ চত্বরে বসানো হয়েছে বিভিন্ন মর্মর মূর্তি। কোনওটা মাদার মেরির, কোনওটা প্রভু যিশুখ্রিস্টর।
26
সারা দেশের মধ্যে এই গির্জা অন্যতম প্রাচীন। পোপের স্বীকৃতি পাওয়ার পর এখন এই গির্জা ব্যাসিলিকা হিসেবে গণ্য হয়।
36
শীতের আমেজ গায়ে মেখে ব্যান্ডেল চার্চ দেখতে প্রতিবারের বড়দিনের আগের দিন উপচে পড়ল ভিড়।
46
হুগলি নদীর তীরে এই চার্চের অবস্থান হওয়ায় প্রচুর অনেকেই পিকনিক করতেও আসেন। ২০১০ সালে ঝড়ে ভেঙে যাওয়া চার্চের মাস্তুলটিও এখানে সংরক্ষণ করা হয়েছে।
56
শীতের আমেজ গায়ে মেখে ব্যান্ডেল চার্চ দেখতে প্রতিবারের বড়দিনের আগের দিন উপচে পড়ল ভিড়।
66
রাত বারোটা বাজলেই বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে এই গির্জায়।