- Home
- West Bengal
- West Bengal News
- চিনা প্রেসিডেন্টের 'শ্রাদ্ধানুষ্ঠান', লাদাখে হামলার প্রতিবাদে চড়ছে ক্ষোভের পারদ
চিনা প্রেসিডেন্টের 'শ্রাদ্ধানুষ্ঠান', লাদাখে হামলার প্রতিবাদে চড়ছে ক্ষোভের পারদ
- FB
- TW
- Linkdin
লালফৌজের হামলায় রক্ত ঝরল সীমান্তে। লাদাখে সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ভারতীয় সেনার কমপক্ষে ২০ জন জওয়ান। শহিদ হয়েছেন এ রাজ্যের দু'জনও।
চিনের বিরুদ্ধে ক্ষোভ ফুঁসছে গোটা দেশ। দেশের বিভিন্ন প্রান্তে রাস্তায় নেমেছেন সাধারণ মানুষ। চিনে উৎপাদিত সামগ্রী বয়কটের ডাক দিয়েছেন বিক্ষোভকারীরা।
সেই বিক্ষোভের আঁচ পৌঁছে গিয়েছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জেও। শহরের ঘড়িমোড়ে শুক্রবার রীতিমতো পুরোহিত ডেকে চিনের প্রেসিডেন্টের শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন করল বিজেপি। রীতি মেনে নেড়া হলেন দলের এক নেতা।
চিনা সামগ্রী বর্জনের দাবিতে মোবাইল রাস্তায় ফেলে দিলেন বিক্ষোভকারীরা। সাধারণ মানুষের কাছে দেশে তৈরি সামগ্রী ব্যবহারের আবেদন জানিয়েছেন বিজেপি উত্তর দিনাজপুর জেলার সভাপতি বিশ্বজিৎ লাহিড়ি।
এর আগে বুধবার চিনের অন্যায় হামলার প্রতিবাদে রায়গঞ্জে জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান ভারতীয় বিদ্যার্থীর পরিষদের সদস্যরা।