ধর্ষণ করে বধূ খুনের প্রতিবাদে বিজেপির বনধ ঘিরে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের ধস্তাধস্তি
First Published Nov 24, 2020, 4:38 PM IST
গৃহবধূকে ধর্ষণ করে খুনের প্রতিবাদ বিজেপির। প্রতিবাদে মঙ্গলবার বনধ ডেকেছিল বিজেপি। বিজেপি সেই বনধ পালন করতে গিয়ে উত্তেজনা ছড়াল এলাকায়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। গ্রেফতার কয়েকজন বিজেপি কর্মী। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ শহরে। ওই এলাকায় জোর করে বনধ পালন করার চেষ্টা করে বিজেপি সমর্থকরা। বিভিন্ন জায়গায় রাস্তা আটক বনধ সফল করার চেষ্টা করে বিজেপি সমর্থকরা।

গত ৪ নভেম্বর আত্মঘাতী হয়েছিলেন এক গৃহবধূ। অভিযোগ, মৃতার স্বামী বাড়িতে মদের আসর বসিয়ে ওই গৃহবধূকে গণধর্ষণের পর খুন করে ঝুলিয়ে দেয়। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছিল বিজেপি। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে পথ অবরোধ করে।

চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের নসিরহাট এলাকায়। ঘটনার প্রতিবাদ জানিয়ে অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে বনধের ডাক দিয়ে বিজেপি। বিজেপির ডাকা সেই বনধ ঘিরে উত্তেজনা ছড়ায় কালিয়াগঞ্জ শহরে। বনধের কারণে এলাকার দোকান পাঠ সব বন্ধ ছিল। কিন্তু রাজ্য সড়ক সচল থাকায় বিভিন্ন জায়গায় পথ অবরোধ করে বিজেপির কর্মী সমর্থকরা।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন