- Home
- West Bengal
- West Bengal News
- করোনা বিধি-পরিবেশ রক্ষায় ছবি আঁকল ১১০ শিশু, দেওয়ালে দেওয়ালে রঙ-তুলিতে ছড়াল সতর্কবার্তা
করোনা বিধি-পরিবেশ রক্ষায় ছবি আঁকল ১১০ শিশু, দেওয়ালে দেওয়ালে রঙ-তুলিতে ছড়াল সতর্কবার্তা
দেওয়ালে দেওয়ালে কোভিড১৯ ও পরিবেশ রক্ষায় শিশুদের সতর্কবার্তা। অশোকনগরে ২০বর্ষ শিশু উৎসবের সূচনা হল। এই উপলক্ষে অশোকনগর-কল্যাণগড় পুর এলাকার মোট ১৪টি দেওয়ালে ছবি আঁকে ১১০জন শিশু। ছবির বিষয় 'কোভিড১৯' ও 'জল বাঁচাও, গাছ বাঁচাও, পরিবেশ বাঁচাও।' তবে এবার করো না পরিস্থিতির কারণে অনুষ্ঠান কাটছাঁট করা হয়েছে ,বাতিল করা হয়েছে শিশু উৎসবের শোভাযাত্রা। মূল পর্বের তিন দিনের অনুষ্ঠান করা হবে আগামী বছর ফেব্রুয়ারি মাসে।
Latest Videos
