গাছ বাঁচিয়ে চাওড়া হবে রাস্তা, রায়গঞ্জে পরিবেশরক্ষার পাঠ ঠিকাদারের
| Published : Jun 06 2020, 12:47 AM IST
গাছ বাঁচিয়ে চাওড়া হবে রাস্তা, রায়গঞ্জে পরিবেশরক্ষার পাঠ ঠিকাদারের
Share this Photo Gallery
- FB
- TW
- Linkdin
15
কংক্রিটের জঙ্গলে ঢেকে গিয়েছে চারপাশ। শহরাঞ্চলের একফালি সবুজের দেখা মেলাই এখন ভার।
25
কোথাও রাস্তা চাওড়া করা হচ্ছে, তো কোথা আবার গড়ে উঠছে আকাশচুম্বী বহুতল, নির্বিচারে গাছ কাটা চলছে রাজ্যের সর্বত্রই। আগামী প্রজন্ম প্রাণভরে নিঃশ্বাস নিতে পারবে তো?
35
রায়গঞ্জ শহরে জবরদখলের সমস্যায় জেরবার পুরসভা। একটু একটু করে কমছে রাস্তার পরিসর। নিত্যদিন স্টেশনে যাতায়াত করতে গিয়ে সমস্যা পড়ছেন সাধারণ মানুষ।
45
রাস্তাটি চওড়া করার জন্য় ঠিকাদারকে বরাত দিয়েছে পুর কর্তৃপক্ষ। তিন-চার দিন ধরে কাজও চলছে জোরকদমে।
55
বকুল গাছটিও কি তাহলে কাটা পড়বে? গাছ বাঁচানোর উদ্যোগ নিয়েছেন দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার। কাউন্সিলরের সঙ্গে কথা বসে গাছটি তুলে নিয়ে অন্যত্র বসানোর ব্যবস্থা করেছেন তিনি।