মণ্ডপে গুটি কয়েক লোক, দর্শক শূন্য পুরুলিয়ার নিতুরিয়া দুর্গাপুজো
- FB
- TW
- Linkdin
বাঙালির সবচেয়ে বড় উৎসবে থাবা বসিয়েছে করোনাভাইরাস। পুজোর সময় সংক্রমণ বৃদ্ধির আশঙ্কায় বেশ কিছু গাইডলাইন বেঁধে দিয়েছে কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশ মেনেই পুরুলিয়ায় উদযাপন হচ্ছে বিগ বাজেটের পুজো।
পুরুলিয়ার নিতুরিয়া দুব্বেশ্বরী কলিয়ারী সর্বজনীন দুর্গোৎসব কমিটি। জেলার অন্যতম বিগবাজেটের পুজো গুলির মধ্যে একটি। প্রতিবছর জাঁকজমক পূর্ণ হলেও, এবছর থাকল দর্শক শূন্য়।
পুজো মণ্ডপের ভিতর গুটি কয়েক মাত্র লোক। তাঁরা প্রত্যেকেই পুজো কমিটির সদস্য। ঢাকিরা রয়েছেন নো-এন্ট্রি জোনে। তবে সোশ্যাল মিডিয়ায় সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছে।
পুজো কমিটির সম্পাদক বুলা পান্ডে জানান, হাইকোর্টের নির্দেশের আগে কোনও কিছুই নয়। উচ্চ আদালতের নির্দেশকে বলবৎ করতেই দর্শক শূন্য রয়েছে পুজো মণ্ডপ।
পুজো কমিটির সদস্যরা জানান, গত বছর তিল ধরানোর জায়গা থাকতো এই পুজো মণ্ডপে। পুরুলিয়া ছাড়াও প্রতিবেশী ভিন জেলার দর্শকরাও ভিড় করতেন এই পুজো মণ্ডপে।
প্রতিবেশী রাজ্য ঝাড়খন্ড থেকেও নিতুরিয়ার ওই পুজোয় ভিড় করতেন দর্শকরা। এবছর করোনার থাবায় সবই গেছে। করোনা সুরক্ষায় স্বাস্থ্য বিধির উপর বিশেষ নজর দিয়েছেন পুজো উদ্য়োক্তারা।