- Home
- West Bengal
- West Bengal News
- জলপাইগুড়ি স্টেশন থেকে যাত্রা শুরু কিষান রেলের, প্রতি বগিতে ২৪ টন আলু বোঝাই করে ছুটল ত্রিপুরা
জলপাইগুড়ি স্টেশন থেকে যাত্রা শুরু কিষান রেলের, প্রতি বগিতে ২৪ টন আলু বোঝাই করে ছুটল ত্রিপুরা
- FB
- TW
- Linkdin
রবিবার ৩০ জানিয়ারি কিষান রেল চালু হল জলপাইগুড়ি স্টেশন থেকে। রেলের উদ্যোগে জলপাইগুড়ি স্টেশন থেকে রবিবার ত্রিপুরার উদ্দেশ্যে পাড়ি দেবে।
কিষান রেল উদ্বোধনের উপলক্ষে জলপাইগুড়িতে বিজেপি সাংসদ ডাঃ জয়ন্ত রায় । গাড়ি থেকে নামতেই তাঁকে ফুল দিয়ে অভ্যর্থনা জানালেন সবাই।
কিষান রেল উদ্বোধনের উপলক্ষে জলপাইগুড়ি স্টেশনের দিকে এগিয়ে চলছে বিজেপি সাংসদ ডাঃ জয়ন্ত রায় । সঙ্গে তাঁর অনুগামী এবং স্টেশনের কর্মকর্তারা। রবিবার এই ট্রেন খবর ছড়াতেই স্বাভাবিকভাবেই খুশি জলপাইগুড়িবাসী।
জলপাইগুড়ি স্টেশন দাঁড়িয়ে কিষান রেল । অনেকটাই লাল এবং ধূসর রঙে রাজধানী এক্সপ্রেসের আদলে গড়ে তোলা হয়েছে। পুরো ট্রেনকেই সাজানো হয়েছে ফুলের স্তবক দিয়ে।
রেলের উদ্যোগে জলপাইগুড়ি স্টেশন থেকে রবিবার ত্রিপুরার উদ্দেশ্যে ১৮ বগির কিষান রেল পরিষেবা চালু হয়েছে। উদ্ধোধনের আগে, স্টেশন থেকে ট্রেনে ওঠার অপেক্ষা একের পর এক আলুর বস্তা।
জলপাইগুড়ি থেকে এক একটি বগিতে ২৪ টন করে আলু বোঝাই করে ট্রেন টি আগরতলার উদ্দেশ্যে রওনা দিল। আলু বস্তা তোলার সময় উপস্থিত থাকলেন জলপাইগুড়ি বিজেপি সাংসদ ডাঃ জয়ন্ত রায় ।
জলপাইগুড়ি বিজেপি সাংসদ ডাঃ জয়ন্ত রায় কিষান রেল পরিষেবা চালুর উদ্বোধন করেন । ফিতে লাগানো ছিল আস্ত বড় কিষাণ রেলের লোহার দরজাতেই। সেই ফিতে কাটতেই উপস্থিত সবাই উচ্ছ্বাসে ভাসল। যাত্রা শুরু করল কিষান রেল।
জলপাইগুড়ি বিজেপি সাংসদ ডাঃ জয়ন্ত রায় কিষান রেল পরিসেবা চালুর উদ্বোধনের পর বলেন, কৃষকরা এখন ফসলের ন্যায্য দাম পাবেন। পাশাপাশি মত প্রকাশ করেন জলপাইগুড়ি ব্যবসায়ী সংগঠন।
জলপাইগুড়ি ব্যবসায়ী সংগঠনের পক্ষে অভ্র বসু জানান, 'শুধু আলু রপ্তানি হল এতে ভাল হয়েছে। কিন্তু তৈরি চা সহ অন্যান্য সবজি যদি দেশের বিভিন্ন প্রান্তে কিষান রেলের মাধ্যমে রপ্তানি করা যায় তাহলে আরও ভাল হয়।'
কিষান রেলের কর্মসূচি শেষ হতেই ফিরছেন জলপাইগুড়ি বিজেপি সাংসদ ডাঃ জয়ন্ত রায়।কৃষক ননী গোপাল রায় জানান,'কিষান রেল পরিষেবা চালু হওয়াতে কৃষকদের সুবিধা হবে।'