- Home
- West Bengal
- West Bengal News
- মাধ্যমিকে জেলার পড়ুয়াদের জয়জয়কার, মেধাতালিকায় পুরুলিয়ার তিন পরীক্ষার্থী
মাধ্যমিকে জেলার পড়ুয়াদের জয়জয়কার, মেধাতালিকায় পুরুলিয়ার তিন পরীক্ষার্থী
প্রতিবারে যেমন হয়, এবার তেমনই হল। মাধ্যমিকের মেধাতালিকায় জেলার পড়ুয়াদেরই জয়জয়কার। ৮৪ জনের মধ্যে নেই কলকাতার একজন পড়ুয়াও। মেধাতালিকায় স্থান পেয়েছে পুরুলিয়ার তিনজন পরীক্ষার্থী।
- FB
- TW
- Linkdin
পড়শি রাজ্য বিহারের পাগুরকোঠি গ্রামে বাসিন্দা প্রিন্স কুমার সিং। এবছর পুরুলিয়া রামকৃষ্ণ মিশন স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল সে। মেধাতালিকায় ষষ্ঠ স্থান লাভ করেছে প্রিন্স। তার প্রাপ্ত নম্বর ৬৮৭।
বাবা-মা থাকেন সল্টলেকে শ্যামলী আবাসনে। পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের হস্টেলে থেকে পড়াশোনা করত সায়ন বিশ্বাস। এবছর মাধ্যমিকে নজরকাড়া ফল করেছে মেধাবী পড়ুয়াটি। ৬৮৩ নম্বর পেয়ে রাজ্যের মধ্যে দশম হয়েছে সায়ন।
পুরুলিয়ার মঙ্গলদা বিএনজে হাইস্কুলের ছাত্র শুভদ্বীপ বন্দ্যোপাধ্যায়। বাড়ি, পুরুলিয়ারই রঘুনাথপুর থানার মঙ্গলদা গ্রামে। মাধ্যমিকে ৬৮৪ নম্বর পেয়েছে শুভদ্বীপ। মেধাতালিকায় স্থান নবম।