- Home
- West Bengal
- West Bengal News
- সংসদে ধ্বনিভোটে পাশ কৃষিবিল, মোষের গাড়িতে চেপে গোঘাটে প্রতিবাদ মিছিল তৃণমূলের
সংসদে ধ্বনিভোটে পাশ কৃষিবিল, মোষের গাড়িতে চেপে গোঘাটে প্রতিবাদ মিছিল তৃণমূলের
- FB
- TW
- Linkdin
অত্যাবশকীয় পণ্যের তালিকা থেকে বাদ চাল-ডাল-আলু-পেঁয়াজ! সংসদের বর্ষাকালীন অধিবেশনে প্রস্তাবিত কৃষিবিলের বিরুদ্ধে একজোট হয়ে বিক্ষোভ দেখিয়েছেন বিরোধী দলের সাংসদ।
ওয়েলে নেমেও লাভ হয়নি কিছুই। ধ্বনি ভোটেই সংসদের উভয় কক্ষে পাশ হয়ে গিয়েছে বিতর্কিত কৃষিবিল। উল্টে রাজ্যসভায় বিক্ষোভ দেখাতে গিয়ে বিপাকে পড়েছে তৃণমূল। সংসদীয় বিধিভঙ্গের অভিযোগে সাসপেন্ড করা হয়েছে ডেরেক ও'ব্রায়েন. দোলা সেনদের।
নয়া আইন লাঘু হওয়া যখন স্রেফ সময়ের অপেক্ষা, তখন রাজ্য জুড়ে প্রতিবাদ-আন্দোলনে ডাক দিয়েছেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নির্দেশ মেনেই আন্দোলনে নেমে পড়েছেন দলের কর্মীরাও।
হুগলির গোঘাটে বৃহস্পতিবার প্রতিবাদ মিছিল বের করেন স্থানীয় তৃণমূল কর্মী-সমর্থকরা। মোষের গাড়িতে চেপে সেই মিছিল শামিল হন কয়েকশো কৃষিজীবী মানুষ।
কেউ পরেছিলেন পেঁয়াজের মালা, তো কারও গলায় ঝুলছিল ডালের প্যাকেট। বুধবার হুগলিরও রিষড়ায়ও কৃষিবিলের বিরুদ্ধে অভিনব কায়দায় বিক্ষোভ দেখান তৃণমূল কর্মী-সমর্থকরা।