- Home
- West Bengal
- West Bengal News
- আগামী তিন দিনে জাঁকিয়ে শীত বঙ্গে, শৈতপ্রবাহ পার্বত্য এলাকায়, কেমন থাকবে কলকাতার আবহাওয়া
আগামী তিন দিনে জাঁকিয়ে শীত বঙ্গে, শৈতপ্রবাহ পার্বত্য এলাকায়, কেমন থাকবে কলকাতার আবহাওয়া
- FB
- TW
- Linkdin
মাঘ মাস পড়তেই দেশের সর্বত্র ঠাণ্ডার দাপট আরও একবার ফিরল। তবে মাঝে মধ্যেই খানিক আবহাওয়া স্বাভাবিক হলেও আগামী তিন দিন কিন্তু জাঁকিয়ে শীত বজায় থাকবে।
পশ্চিমি ঝঞ্ঝার কারণেই উত্তরে কনকনে ঠাণ্ডা পড়েছে। যার ফলে পার্বত্য এলাকাতে চলছে শৈত্য প্রবাহ। পাশাপাশি পড়ছে বরফও।
বঙ্গের আবহাওয়ার একই থাকবে। শুক্রবার পর্যন্ত জাঁকিয়ে শীত বজায় থাকবে রাজ্য। বিশেষ করে দুই মেদিনীপুর, মালদা, বাঁকুরা, বিরভুম ও মুর্শিদাবাদে।
বইবে উত্তরে হাওয়া। যার জেরেই রাতের দিকে ভালো ঠাণ্ডা থাকবে বলেই আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে।
একইভাবে ঠাণ্ডা ঠাকবে কলকাতাতেও। বেলা বাড়ার সঙঅগে সঙ্গে বাড়বে রোদ। তবে হাওয়া চলারল ফলে ভালোই ঠাণ্ডা অনুভুত হবে।
কলকাতা সহ বাংলার বিভিন্ন জেলাগুলোতে কুয়াশা থাকবে ভোরের দিকে। তাপমাত্রা স্বাভাবিকের আশে পাশেই থাকবে।
কলকাতায় সোমবার সর্বোচ্চ তারপমাত্রা ছিল ২৫ ডিগ্রি ও সর্বোনিম্ন তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি।
বাংলা-নির্বাচন-স্টোরি-ক্রিয়েটিভস