Asianet News Bangla

জলসঙ্কট সচেতনতায় উদ্যোগী আবাসন সুগম সুধীর

  • সন্তানদের নিয়ে মর্তে আসার সময় হয়েছে মায়ের
  •  কলকাতার আবাসনের পুজোগুলির মধ্যে অন্যতম হল সুগম সুধীর
  • এবছর তাদের পুজোর থিম হল 'জলের অভাব'
  • সুগম সুধীরে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে পুজোর প্রস্তুতি
2019 durga puja theme of Sugam Sudhir
Author
Kolkata, First Published Sep 27, 2019, 4:56 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

বছর ঘুরে আবার বাপের বাড়ি ফিরছেন মা দুর্গা। তাই তোড়জোড় এখন তুঙ্গে। ওলিতে গলিতে শুরু হয়ে গিয়েছে মায়ের আগমনীর প্রস্তুতি। সেই সঙ্গেই মাতৃ আরাধনার জন্য নতুন নতুন থিমে সেজে উঠছে ক্লাবগুলি। তবে পিছিয়ে থাকেনি আবাসনের পুজোগুলিও। নতুন নতুন থিমে নিজেদের পুজো সাজিয়ে চলেছে তারাও। কলকাতার আবাসনের পুজো গুলির মধ্যে অন্যতম হল সুগম সুধীর দুর্গা পুজো। 

এবছর তাদের পুজোর থিম হল 'জলের অভাব'। আমাদের পৃথিবীতে জলের অপচয় ধীরে ধীরে বেড়েই চলেছে। এরকম চলতে থাকলে খুব শীঘ্রই জল সঙ্কট দেখা যাবে আমাদের পৃথিবীতে। কারণ জল ছাড়া শুধু মানুষ কেন সকল প্রাণীই অস্তিত্ব সঙ্কটে পড়বে। ফলে এই বিপদের শিকার হবে সকলেই। তাই এই বিপদের হাত থেকে বাঁচার জন্য মানুষকে আরও একটু বেশি সচেতন করার জন্যই তাদের এবছরের এই পরিকল্পনা।  

প্রায় প্রতিবছরেই বেশ কিছু ভালো থিমে সেজে ওঠে তাদের প্যান্ডেল। এবছর তাদের থিম পরিকল্পনায় থাকছেন রক্তিমা বন্দ্যোপাধ্যায় এবং মণ্ডপসজ্জায় থাকছেন দীপঙ্কর ঘোষাল। এছাড়াও তাদের প্রতিমা শিল্পী ঝন্টু রুদ্র পাল। তাই কেমন হবে তাদের এবারের থিম তা দেখার  জন্য অবশ্যই আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। 

Follow Us:
Download App:
  • android
  • ios